নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

অস্থির

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

উত্তরাধুনিকতায় পোড়া মস্তিষ্ক ,

এবড়ো থেবড়ো অন্তর বাহির এড়িয়ে

তবু বেঁচে থাকি ,স্থির ধীর বহিরাবরণে ।

উদাসীনতায় এগিয়ে যাওয়া আরেকটু পথ

ক্ষানিক বিভ্রাট , ক্ষানিক কপটতায় মিশে যাওয়া ।

বাহিরে উত্তপ্ত জননী রক্তের গতিবেগ বাড়ায় আর ভেতরে প্রুফকের বীজ

কুড়ে কুড়ে গিলে খায় ।

ওদিকে বেঁচে থাকার তাগিদ,

মনে করিয়ে দেয় অস্তিত্ব আমার।

এখনো ফাকা স্বপ্নের কারসাজি,

অর্থহীন নিশানায় অকাজে কাজি ।

এখনো মোমবাতি জ্বলে নিভে

দিশাহীন আয়োজনে ,অর্থহীন রাগে।

ভেঙ্গে টুকরো, খণ্ড হয়েও

আবেগি ভণ্ডামি ছাড়ে না পিছু।

এখনো গোপনে হতাশার অন্ধকারে হাটি,

এখনো আমিষের ভক্ত নিরামিষ হয়ে

চেয়ে থাকা পথে অস্থিরতায় সহবাস ।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.