নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

হুদাই পেছাল পারলাম

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

এর আগে অনেকবারেই রাস্তায় ''ব্যাঈদানি কন্যা'' দের দেখেছি । তাদের অদ্ভুত উপায়ে টাকা চাওয়া শহুরে মানুষদের ভয়ে কিংবা বিব্রতকর অবস্থায় প্রায়ই ফেলে দেয় । আজ নিজেই এই অভিজ্ঞতার শিকার হলাম। ভয় আসাটাই স্বাভাবিক । শহুরে মন মাথায় যখন হাজারো এটা ওটার বোঝা নিয়ে রাস্তায় বের হয় তখন হঠাৎ করেই পথ রুদ্ধ করে অপরিচিত কেউ যখন ব'লে উঠে '' ১০ টা টাকা দে না '' ...তখন প্রথমেই চমকে উঠি, তারপর কিছুটা বিরক্ত । আর এখন যেটা করছি তা হয়ত না করলেও চলে । অনগ্রসর এই গোষ্ঠীটা এক সময় গ্রামবাংলায় দাপিয়ে বেড়াতো । মনে পড়ে, সুনামগঞ্জ জেলা শহরে প্রায়ই ব্যাঈদানিরা আসতো এবং মানুষের ভালো রকমের জট লেগে যেতো । বেশি না ঠিক এখন থেকে ১৫ বছর আগের কথা ... কিশোর মন বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ...মনে মনে ভাবতাম, কি জানি এক তাজ্জুব খেইল !!! মা র বারণ ছিল রাস্তায় বের হওয়া যাবে না । এখন ভাবছি, সময় আসলেই তাজ্জুব খেইল দেখায় । একটা সময় শুধু গ্রামে না শহরেও এরা খেলা দেখিয়ে বেড়াতো। এখন গ্রামের চা এর দোকানে সিডি প্লেয়ার আর টিভির জয়জয়কার । খুবি ভালো কথা যে গ্রামের মানুষদের কাছে দেশ ও দশের খবর/কুখবর খুব সহজেই পৌঁছে যাচ্ছে । কিন্তু , গ্রামের সেই আধপোড়া বেটা যে বউয়ের সাথে ঝগড়া করে বাজারে এসে অচেনা বাউলের গানে দুঃখ মেটাত, স্কুলপালানো সেই ছেলে যে টাকা জমিয়ে সাপের খেলা দেখত কিংবা মৃতপ্রায় বায়স্কোপ । কোথায় আজ তারা ??? তারা কি সবাই শহরে এসে গেছে ?? আমাদের গ্রাম কি আস্তে আস্তে মরে যাচ্ছে ??সময়ের ফেরে সভ্যতার এই বিবর্তন কি শিকড় ছিঁড়েই করতে হবে ???? কিছুই হয়ত করার নেই ... তাই হুদাই পেছাল পারলাম ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.