নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে ক্রিকেট, স্মৃতিতে শচীন

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট … টেলিভিশনে প্রথম দেখা এক অদ্ভুত ধরনের খেলা। ফুটবল খেলায় তাও গোল দেয়ার ব্যাপারটা বুঝতাম কিন্তু সাদা বল আর রঙ্গিন পোষাকের এই খেলাটি বুঝতে বুঝতে ৯৬ এর বিশ্বকাপ এসে গেলো ! ততোদিনে আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে এক পাড় ক্রিকেট ভক্ত। না খাওয়া না ঘুমানো, এমনকি অবচেতন মনের রিলে কতো যে ক্রিকেট ম্যাচের দৃশ্যকল্প ধারণ করতাম তার ইয়ওা নেই ।

সেই দৃশ্যকল্প গুলোতে আমিই নায়ক।শিল্পের সুনিপুন ছোয়ায়, কখনো স্কয়ার ড্রাইভ, কখনো ব্যাকফূটে এসে পুল, আবার কখনো ফ্রন্টফুটে স্টাইলিশ স্ট্রেট ড্রাইভে ভাস,আকরাম,প্রভাকার,আমব্রোস দের এক একটি গোলা আছড়ে পরছে বাউন্ডারিতে ।আবার পরোক্ষনেই ইনসুইং আর আউটসুইং এর ভেল্কিতে স্বপ্নের ক্রিকেটারদের স্ট্যাম্প উপড়ে ফেলছি ।এক উন্মাতাল ক্রিকেটময় কৈশোর আমার। আর দেখেছি এক লিজেন্ডকে…হ্যা,তাকে উদ্দেশ্য করেই আজকের এই লেখা । পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার ।তার সময়ের সাইদ আনোয়ার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এর মত অনেক গ্রেট খেলোয়ার ছিলেন ।কিন্তু কেউই ধারাবাহিকতা, একাগ্রতা আর পরিশ্রমের মিশেলে শচীন হয়ে উঠতে পারেননি । তরুন বয়সে ওয়ালশ,ওয়াকার দের গতি যার ভিত নড়াতে পারেনি, মধ্যগগনে ম্যাকগ্রা, লি আর শোয়েবদের বাউন্সারে যার ছিলো সমোচিত জবাব…সেই একই নিপুনতায় খেলে গেলেন হালের স্টেইন আর মালিঙ্গাদের । যার প্রশংসা তার প্রতিপক্ষের মুখেই শোনা যায় বেশি । আধুনিক ক্রিকেটের এই রুপকারকে বিদায় বেলায় আলাদা করে শ্রদ্ধার্ঘ দিতে চাই না । তিনি এমনিতেই হাজারো স্মৃতি আর স্মরনীয় অনেক মুহুর্ত উপহার দিয়ে গেছেন ক্রিকেট ফ্যানদের।যার স্তুতি আর গীত অনুরনিত হবে সময় থেকে সময়ে,যুগ থেকে যুগে ।আমাদের প্রজন্মের কেউই স্যার ডন ব্র্যাডমান কিংবা স্যার ভিভিয়ান রিচার্ডসদের খেলা দেখি নাই । কিন্তু সেই অতৃপ্তি নেই একদমই । নাতিপুতিদের গল্প শোনানোর জন্য আমাদের কাছে রয়েছে শচীনগাথা  ততোদিনে নতুন শচীনের জন্ম হয়ে যাবে নিশ্চিত……এবং আমি দিব্যজ্ঞানে দেখতে পারছি সেই মানুষটি হবেন এই বঙ্গদেশের… সাকিব, তামিমদের কোনো এক উত্তরসুরি !

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

সোহেল রনি বলেছেন: ভালো লাগলো।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

অরূপ স্বরূপ বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৬

চমৎকারী মরদ বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.