নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

ওইখানেই যেতে তুমি

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

ওইখানেই যেতে তুমি ,

সৃষ্টির জন্ম থেকে বয়ে চলা পাপ

থেকে মুক্তি মিলেছে কার ?

তোমার কাছে ছিলো দুটি পথ

একটি নীল , আরেকটি সবুজ ।

সবুজে বিছানো ঘাসে শান্তির পরশ

আর অফুরন্ত অক্সিজেন তোমার

বাড়িয়ে দিতো কয়েক বছর আয়ু ।

আর নীলে সুড়সুড়ি দেয়া উন্মাদনা ,

নষ্ট অনুভূতি, নেশাধরা টান ।

তুমি নীলে ডুব দিলে ...

ওইখানেই যেতে তুমি

শরীরে বয়ে চলা পাপ থেকে

মুক্তি মিলেছে বলো কবে ?

নীলে দুদিনের সুখ তোমায়

মুখ চেপে ধর্ষণ করলো,

বিছানো সবুজ ঘাসের উপর

পরে থাকা তোমার নিথর শরীর

তবু আগলে ধরেছিলো সবুজ ।

আবার একটু একটু করে

প্রানের স্পর্শ যখন ছোঁয় তোমায়

তখনি রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলা পাপ

এসে প্রতারণা করে !!

ওইখানেই তো যেতে তুমি,

রঙ্গিন জীবনের লোভ থেকে

বলো মুক্তি পেয়েছে কে ?

ওইখানেই তোমার নিয়তি ,

শত শত মানুষের মুখ থেকে

ঝরে পরা তেতুলে তোমার অরগ্যাজম !

আর বিতারিত শাশ্বত সবুজ

একটিবার ফিরে তাকায় ,

হতাশায়, ক্রোধে ।

ওইখানেই যেতে তুমি

বয়ে চলা যুগের পাপ

ওইখানেই তোমাকে নিয়ে যেতো

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ভাল লাগল++++++

২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

অরূপ স্বরূপ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.