নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

সকাল ছুঁই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪

শীতের রুক্ষতার মধ্যে উচ্ছলতায় কোথাও ভাটা পড়েনি তো ?? উত্তর - নাহ ......... উচ্ছলতা আর প্রাণবন্ত প্রাণ পুরোপুরিই মানসিক ব্যাপার । সকাল ৬ টায় রাস্তায় বেড়িয়ে কনকনে শীতের মাঝেও আপনি ফুর্তি খুঁজে নিতে পারবেন । চায়ের দোকানগুলো কটমট করছে হয়ত কিংবা বৃদ্ধরা জীবনের শেষদিনগুলিতে যৌবনকে দেখছে রাস্তায় বেড়িয়ে, সকালের পবিত্র বাতাসে রুক্ষ, মরা চামড়ায় হোমিওপ্যাথির প্রাকৃতিক ছোঁয়া লাগিয়ে । কিংবা কিছুক্ষণ আগেই পরিষ্কারকর্মীরা গরিবের এই তিলোত্তমাকে যে মালয়েশিয়া বানিয়ে গেলো ...তাও কেন মিস করবেন ?? প্রাণবন্ততা ও উচ্ছলতার প্রতীক তারুণ্য হয়ত তখন ঘুমাচ্ছে !! একটা জিনিস কি , মানসিকতাটাও চর্চিত বিদ্যার মতো ...... এখানে পাঠ্যপুস্তক হচ্ছে পরিবার, পারিপার্শ্বিকতা, ইচ্ছা ও সংকল্প । গভীর রাতে মুঠোফোনে কিচিরমিচিরের দরকার ঠিকই আছে ...... কিন্তু শুভ্র সকালে প্রিয় মানুষটিকে প্রভাত প্রতিমার মতো পূজা করা আমার কাছে আরও প্রেমময় মনে হয় । ঘুম থেকে উঠে মা'র তৈরি পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় ''চা'' টাই বা কেন মিস করবেন ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.