নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

আয়নায় নষ্ট আর কষ্টের সংসার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

নিয়তি কি জানে,অবারিত সবুজ মাঠে বিছানো স্বপ্নের ফানুস আর যদি নাই উড়ে তো মূর্ছা যাবো না । সেই চৈএেই তো কষ্টের সাথে দ্বি-পক্ষিয় চুক্তি সেড়ে ফেলেছিলাম । কষ্ট আর নষ্টের ''লিভ টুগেদার'' অনুমতি পেয়েছিলো শুল্ক সুবিধা ছাড়াই ! কাঁঠফাঁটা রোদের বৈরীতায় কোন এক ব্যর্থ বিকেলে এক অসম মুকুল ফুটেছিলো কৃষ্ণচূড়ার আগায় । রক্তবর্ণা মুকুলটির শুদ্ধতা সুবাস ছড়ানোর আগেই সন্ধ্যা নেমে আসে । জগতের শুদ্ধরা সন্ধাপ্রদীপ জ্বালায় আর নিভে যায় ফানুস। তিমিরের মধ্যে মুকুলটি খুঁজে লাভ নেই তাই নষ্টের সাথেই সহবাস ।নাহ , এই উপলব্ধি অনেক পরের। মাঝে পুরো সময় পয়সা উশুল করা সিনেমা । অ্যাকশন, রিঅ্যাকশন, প্লট, সাব-প্লট, ইমোশন, হতাশা, ক্রোধ, হারজিত,মান-অভিমান …যেন এক মহাভারত ।আমার ভিজুয়ালাইজেশনটা অনেকটা এমনই । পরিশেষে, এক জলজ্যান্ত শ্বশান …… শ্বশান থেকে উঠে আসে এক একটি নতুন মানুষ, নতুন জীবন, নতুন পৃথিবী । যারা জয়ী তারাও পরাজিত এক অর্থে !আর যারা পরাজিত তারাও জয়ী নিজনিজ ভাবনায় । নাকি পরাজিত আমার দুই স্বত্তা - নষ্ট আর কষ্ট ! মিথুন রাশির জাতকরা সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বয়ে নিয়ে বেড়ায় দুটি ব্যাক্তিত্ত – একটি ‘বাস্তবিক’ অন্যটি ‘আবেগি’ । আমার অভিধানে আবেগি সত্তাটার নাম দিয়েছি ‘কষ্ট’ আর বাস্তবিকটা ‘নষ্ট’ । ‘নষ্ট’ পরাজিত হয়নি এটুকু বলতে পারি। সে মোহময়টা বা ভাবুকতার ঊর্ধে উঠে অবস্থান নিতে জানে। আর ‘কষ্ট’ জন্মই নিয়েছে মধুর পরাজয়ের জন্য । সে যতবার পরাজিত হয় ততবার সমৃদ্ধ হয়। আমার আবেগি পদ্যগুলো যখন ক্ষুরধার, দুর্বোধ্য ,অশুদ্ধ,অসুন্দর গদ্যে রূপ নেয় তখন কষ্ট আসলে হেরেই যায় । সম্পর্কের ভারসাম্য তাতে রক্ষা পায় বোধকরি । যদি আমি জিতে যাই তবে তোমাকে যে হারতেই হবে ...... এই পবিত্র সুন্দরটি আরও বেশি সত্য হয়ে ওঠে তখন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.