নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

শীত যায়, শীত যায় না

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

ফাগুনের জীবন শুরু হওয়ার আগেই শিশিরের মত বৃষ্টি । সাথে ফেলে আসা শীত ঘাড় ঘোরায় । আরেকটু সময় চায় কি সে ...... কিন্তু কেন ?? তার কি কিছু প্রমান করার আছে । জীবনের যা চলে যায় তা তো চলেই যায় । চলে যাওয়া সময় দিনদিন কেন তবে গাঢ় হয় , মস্তিষ্কের কোষগুলোতে দিন প্রতিদিন চলে তাঁবু গাড়া । আমি সেই তাঁবুগুলাতে থাকার চেষ্টা করি ...... পারি না । আমার মস্তিষ্কের জায়গা দখল করে অবৈধ সংসার পেতেছে এক একটি তাঁবু । প্রিন্স হ্যামলেটের মানস ভর করে আমার ভিতর । গারত্রুড আর পলিনাওসরা জগতের জয়ধ্বনিতে বরমাল্যে সাজে । আর আমি বাজে মন্দ্রান্দ্রিয়ের অভিশাপে ছটফট করি । রবি ঠাকুর মুক্তি খুঁজে পেয়েছিলেন আলোয় আলোয় । আমি আলোর দিকে তাকাই ...... আমার চোখ জ্বলে , কচলাই ...... তারপর পানি পড়ে। আমার মুক্তি পানি পড়াতে ......... খেয়াল করে দেখলাম পানিটা লবণাক্ত না .........অনেক পবিত্র !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.