নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

জলচর জীবন

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

জীবনের জলগুলো ধীরে ধীরে

গাঢ় হয়, শুদ্ধতা চায় ।

এই সেই জীবন ......

যা শুরু হয় প্রথম দিনের মতো

চিৎকারে চিৎকারে জানান দেয়া আমি ...

জলে লেখা নাম এক নতুন অতিথি ।

তারপর জলখাতায় একের পর এক

লেখা হয় জলকাব্য ।

প্যান্ট ভিজিয়ে ফেলা জলে

মিশে থাকা মধুর শৈশব আর খুশি ।

একটু তাড়াতাড়িই কি হারিয়ে যায় ??

শরীরে বাসা বাঁধে দুরন্তপনা

আর জলপরা ঘামে কৈশোরের ইতি !

যৌবনের পাদটীকায় পা ফেলে

অস্থির সময় আসে দখিন জানালা দিয়ে ...

আগুনের সাথে খেলা চলে

চলে খড়কুটো আর আগাছায় যাপন

তখন কেউ যেনো খুব নেই আপন !

পৃথিবীর রুদ্র রূপ জলের তেষ্টা বাড়ায়,

দেই জলে ডুব ।

এক ডুব, দুই ডুব, তিন ডুব

নাহ... কোথায় চলছি ?? কোন গহবরে ?

জলের প্রাচুর্য যে সয় না আমার !

সম্ভিত ফেরে তবে ...

জীবনের জলগুলো এমনি

গাঢ় হয় , প্রাচুর্য চায় না ।

শুদ্ধ হয়, তৃপ্তি চায় না।

দূষিত হয়, দূষণ চায় না ।

তারপর, যে জীবন হয়নি যাপন

তার কথা কেমনে কই ?

তবে জানি, জলকাব্যের শেষ হয় না তখনো ।

ধারনার পিঠে চড়ে অনুমান করি ,

হাত যখন কারো ধরি,

আরও গাঢ় হয়, শুদ্ধ হয়

অবশেষে হয়ত মিলায় মাটিতে ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.