নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৪

পৃথিবীর সব ভুল দলা পাকাচ্ছে

রাত হবে বলে , ফ্যান্টাসির রাত ।

নিয়তির ভাবি রেখায়

অথর্বের আস্ফালন চলে ।

সময় গড়িয়ে নতুন সময়ে

খসে পরা চামড়ায় প্রলেপ লাগে,

অহর্নিশ ঘষা মাজায় চামড়া পাল্টায় , মানুষ না ।

কেউ দেখে না , আমি দেখি

কোকিলের প্রতারনা আর

পরে থাকা মৃত বোধ ।

খড়কুটোর মাঝে খুঁজে ফেরা

সুখের নেশায় অসুখ খোঁজা জীব

মরে না ।

যারা মরে তারা বেঁচে থাকে,

তারা দূ্রে থাকে । সময় তাদের

বানায় প্রলেপহীন শুদ্ধ ।

আবর্জনার স্পর্শে শুরু হয় ভিত্তিপ্রস্তর...

হৃদয়হীন ফ্যান্টাসির পালে লাগা হাওয়া

অনন্তকাল ছুটে চলে ।

যারা মরে তারাই বেঁচে থাকে ।

যারা বনিবনা করে... তারা পাল্টায়,

অপঘাত সয় , আবার পাল্টায় বাজারের

পন্যটির মত ।

আর যারা অশুদ্ধ তারা চিরকালই

ভোগ করে ফ্যান্টাসির ধাঁক ।

ফুলে ফেপে ওঠে

শয়্তানের আশীর্বাদে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.