নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

জেগে থাক

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০

দীর্ঘশ্বাস জীবিত হোক

এই নটভূমির একএকটি দীর্ঘশ্বাস

একএকটি স্বপ্নভঙ্গ ।

ভাঙ্গাস্বপ্ন জীবিত থাক

স্বপ্নের ভাঙ্গাগড়ায়

সমৃদ্ধ চিত্ত আর ইন্দ্রে দিশা ।

বাতায়নে ফুলের সুবাস নেই

স্বপ্ন খুঁজে নেয় সুবাস ।

চোখের কোণে আশা নেই

আশা লুকিয়ে থাকে দীর্ঘশ্বাসে।

দিশেহারা চোখ লজ্জা পায়,

পাক ... মোহের দাবি তার।

আলো পাক দিশেহারা চোখ

ওই চোখগুলোই তো স্বপ্ন দেখে

বাকি সব ঘুমায় ।

জেগে ঘুমায়, দাড়িয়ে ঘুমায়

হারিয়ে ঘুমায় , হেরে ঘুমায় ।

সবাই ঘুমের রাজ্যে জেগে থাকে

নিজ থেকে একটু বেঁকে থাকে ।

ভাঙ্গাস্বপ্নের টূকরোকাঁচ জেগে থাকে,

দীর্ঘশ্বাস জেগে থাকে,

আর সব ঘুমায়

সব ঘুমিয়ে থাকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.