নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

ঋতুচক্র

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯

এই সকাল আমের রস

চোখ রাখি মুখবইয়ে,

আয়েশে ঘুম গুম হয়ে

শান্তি পায় অশান্তিরে ।

এই সকাল পিছন ফেরা

ঘাড় ঘুরিয়ে অতীত দেখা

এই সকাল আবার শুরু

না ভোলানো ভুলে থাকা ।

এই সকাল তুমি নেই

অন্য তুমি অভিমানে

তোমার চোখে আমার চোখ

বাজির শেষে তাসের দানে ।

এই সকাল দেখতে চাই

তোমার ওই চোখ দিয়ে

ওই গরলের সরল তুমি

নতুন কোন বিষ পিয়ে ।

এই সকাল এই চোখে

ওই চোখে মরণ আমার

এই চোখে নিভাও আমার

ওই চোখের কষ্ট তামার ।

এই সকাল নতুন তুমি

পুরনো তুমি ছায়া হও

আমার মাঝে দগ্ধ আমি

নতুন করে জন্ম নাও ।

ছায়া হয়ে থেকো তুমি

পুড়িয়ে যাওয়া অন্তরালে

এই ছায়ারি যজ্ঞ দিবো

পুড়ে যাওয়া ঘৃতডালে ।

এই চোখে আছো যেজন

তুমিই আমার স্বপকুড়ে

ওই চোখের কষ্ট কূজন

একটু নাও সহ্য করে ।

আমি মানুষ একটা হৃদয়

বুঝতে হল একটু দেরি

এই পৃথিবীর ইষ্টি কুটুম্ব

সবই হল স্বার্থপরী ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.