নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

ধর্মের উৎসব না উৎসবের ধর্ম ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

ধর্মীয় উৎসবে ‘ধর্ম’ থেকে ‘উৎসবের’ গীত কেনো বেশি গাওয়া হয় তা নিয়ে ভাবনার কিছু আছে বইকি । এর পিছনে রয়েছে অনেককাল ধরে বয়ে চলা একটা চক্র । ধর্মীয় অনুশাসনের বিধিবিধানে পড়ে মনুষ্যজাতিকে একটা ভদ্রস্ত ও শালীন রূপ দেয়ার চেষ্টা । ধর্মীয় অনুভূতি কখনো কোন কালেই গাঢ় ছিল না যদিও এইটাতেই আঘাত লাগলে ক্ষেপে উঠি আমরা ! এবং এই ক্ষ্যাপাটা লোক দেখানো , যেমন করে ধর্মীয় অনুষ্ঠানাদিও লোক দেখানো । যে জিনিসটা সত্যিকার অর্থে পালিত হয় তা হল ‘উৎসব’ । ডিসিপ্লিন ওয়ে ওফ লাইফের বাণী নিয়ে শুরু হওয়া আমাদের সমাজজীবনে ধর্মের পথচলা শুরু । এবং এক অদ্ভুত বা যে কারনেই হোক তা আমাদেরকে ডিসিপ্লিন করতে পারছে না আদৌ । যেটা করতে পারে তা হল, একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমাদের আদিমতা , আমাদের পশুত্ব কিছু বিধিনিষেদের জাঁতাকলে পড়ে স্তিমিত থাকে । কিন্তু আদৌ ধর্ম পালন হচ্ছে না , পালন হচ্ছে উৎসব । আমরা যতদিন পর্যন্ত নিষ্পাপ ততদিন পর্যন্ত এই থিওরি গেলানো সম্ভব । ছোটবেলায় পুজোর প্যান্ডেলে প্রসাদ নিয়ে যে প্রণামটা দিতাম দুর্গামাকে তা নিতান্তই পারিবারিক শিক্ষার ফসল । আর এখন যে প্রণামটা দেই তা সামাজিক শিক্ষার ফসল । এবং দুই জায়গায়তেই যে ভক্তির লেশমাত্র ছিল না –তা বলাই বাহুল্য । আমার মতে , এটা শুধু আমার কথা তা নয় ... এটাই সবার কথা । তবে সবাই বলতে চায় না । যে মা জ্ঞানে যাকে পুজা দেয়া হয় সেই মামূর্তিরাই (আমাদের পরিবারের) অধিকারের প্রশ্নে , অবহেলার যাতনায় নিগৃহীত প্রতিটি ঘরে ঘরে, ছোট বড় অনেকরকম ভাবে । ধর্মীয় উৎসবগুলোর আগে সংযমের নামে অসংযমের মহোৎসব , ত্যাগের নামে ভোগের চর্চা ইত্যাদি বিষয়গুলো আমাদের ‘ধর্মীয় উৎসব ‘ থেকে ‘ধর্ম’ কে খুব সহজেই বিচ্ছিন্ন করে দেয় । আগেও তাই হত , তবে তখন অভিনয়টা খুব শক্ত আর কাটখোট্টা ছিলো । ব্যাকরণের বাইরে যাওয়ার উপায় ছিল না । আর এখন আমাদের অভিনয়টা যুগের সাথে তাল মিলিয়ে খুবই ক্যাজুয়াল । আমরা সবাই বুঝতে পারি যে আমরা অভিনয় করছি কিন্তু মানতে চাচ্ছি না । সে হিসেবে আগের সময় থেকে আমরা ভণ্ডতরতে পরিনত হয়েছি । ধর্মীয় শিক্ষা কখনো আমাদের শিক্ষিত করতে পারেনি । অভিনেতা তৈরি করেছে মূলত । কেউ নিষ্পাপ অভিনেতা , কেউ সামাজিক অভিনেতা । পারিবারিক ভাবে প্রাপ্ত আমার ধর্মীয় পরিচয়টাও আমাকে সেভাবে শিক্ষিত করতে পারেনি । কিন্তু এতোকিছুর পরেও আমি নাস্তিক্যবাদে বিশ্বাসী না এখন পর্যন্ত । আমি একেশ্বরবাদ বা একটা ইউনিভার্সাল স্পিরিটে বিশ্বাস করি । সে কোন রূপে, কোন রঙ্গে আমার উপর বিরাজ করে কিংবা করে কিনা তা প্রশ্নসাপেক্ষ ব্যাপার । কিন্তু আমার অনুভূতি এর উপস্থিতি টের পায় । এখন এই বড় বড় অভিনেতাদের ব্রহ্মান্ডে আমার অভিনয়টা স্বাতন্ত্রিক এইকারনে যে আমি আমার বিশ্বাসকে , পারিবারিক বিশ্বাসের সাথে মিশিয়ে সামাজিকতাটা পালন করে ফেলি । তাতে আমার ধর্ম রক্ষা পায় , পরিবারের ধর্ম রক্ষা পায় এবং সর্বোপরি ভণ্ডামি রক্ষা পায় !
দুর্গাপূজার এই উৎসবে যারা ধর্ম পালন করতে চান , তারা ধর্ম পালন করুণ । আমি কিন্তু উৎসবটাই পালন করি । সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.