নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

সন্তুরের জীবন

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

'তাঁতি তাঁতযন্ত্রে বসে যেমন রচে তার জীবিকা, রাহুল শর্মা তেমনি বসে আছে সন্তুর নিয়ে.... জীবিকার জন্য নয়। তবে কিসের জন্য? সরোদের উথাল পাতাল,প্রতিক্রিয়াশীল রাগ জীবনের আবেগের উন্মুক্ত প্রকাশ। আর সন্তুর এর মেজাজ পুরোই আলাদা। এ ভাবতে জানে, টুং টাং সুর প্রক্ষেপণে জীবনকে সাজায় ধীর স্থির প্রকাশে, শান্ত আবির মাখা জীবনের

রংগুলো সুরেন্দ্রিয়ের মধ্যে আঘাত করে....তাও শান্ত, স্থির। সুযোগ বুঝে ক্ষিপ্রগতিতে এগিয়ে যায় অনেক টা দূর...... তারপর ছুটে চলা এক জায়গা থেকে আরেক জায়গা।গলায় সাজে এক টার পর একটা জয়মাল্য। চোখে অশ্রু আসে না, হাসি আসে না.....জীবনের অর্থ যেন কর্ম করে যাওয়া অবিচল....ক্রিয়াশীল এই জীবনে আবেগ মুল্যহীন, সন্তুরেও তাই। কর্ম,ভোগ, কাম...সন্তুর এই ... আবেগ যেন পাতালে পচে মরা কিছু। আবেগে বিনাশ, ক্ষয়।

আর সন্তুর জন্ম দেয় প্রতিটি দিনের নতুন জীবানু! দিনশেষে করতালির মধ্যে কাংক্ষিত বিজয়......জীবনের, বেঁচে থাকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.