নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

টুকরো কথা- প্রসঙ্গ টি২০ বিশ্বকাপ ও ক্যালিপসো হৃদয়

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

ডুয়াইন ব্রাভো'র 'চ্যাম্পিয়ান' গানটায় কেউ লক্ষ্য করেছে কিনা জানি না, এক দারুণ জাতাভ্যিমান ফুটে উঠেছে। এখানে, জাত হল কালোর জাত। শত সহস্র বছর ধরে নিষ্পেষণের রাহুগ্রাস থেকে উঠে আসা কালোরা, দাসবৃত্তির লজ্জা বহন করে কালোরা বীরদর্পে এখন দাপিয়ে বেড়াচ্ছে দুনিয়া। অনেকগুলো দ্বীপ রাষ্ট্রের সমন্বয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের ১১ টা খেলোয়াড়ের দেশ হয়ত ১১ টা! কিন্তু দেশের মান, দেশের গর্ব থেকেও এরা ভুলতে পারেনি একসময়ে 'কালো' হয়ে বেঁচে থাকার অপবাদ। সেই অপবাদকে শক্তিতে পরিণত করে তারাই আজ স্ব স্ব ক্ষেত্রে চ্যাম্পিয়ান! তাই 'কালো' ই হয়ে উঠেছে তার জাত, কালো'ই তার দেশ, কালো'ই তার ধর্ম, গর্ব!
ক্যালিপসোর সুরে তাই অনেক মধু, অনেক হৃদয়! তাদের এই হৃদয়কে স্যালুট।
বি।দ্র- আমরা এই উপমহাদেশের ক্রিকেট ভক্তরা উইন্ডিজদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি, শেখার আছে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজকের ফাইনালে জিতে কানিং ফক্স ইংরেজদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিক ক্যালিপসোরা- আমি এটাই চাই। এই বেনিয়া ইংরেজরা ১৯০ বছর শুধু আমাদেরকেই শাসন শোষণ করেছে, তাই না, এরা ক্যালিপসোদেরকেও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ল্যাটিন আমেরিকায় নিয়ে গিয়েছিল নির্যাতনের মুখে জোর করে আখ চাষ করানোর জন্য। শয়তান ইংরেজদের মুখে অনন্তকাল থুথু দেই আমি।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: জীবনকে ওদের মত করে উপভোগ করতে কজনই বা পারে!

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

অরূপ স্বরূপ বলেছেন: যথার্থই বলেছেন

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: ওদের যে ব্যাপারটা সবচেয়ে ভাল লাগে সেটা হলো ওরা প্রতি মুহূর্তকে উপভোগ করে, এটা সত্যিই অসাধারণ, অনন্য

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

অরূপ স্বরূপ বলেছেন: ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.