নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

উল্লাস

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩০



দিগন্তে ছোড়া শতেক নুড়ি
ছোট্ট হাতে নিয়েছিলো কুড়ি ।
সমুদ্র সাক্ষ্য হয়ে রয়
পৃথিবীও নীরব নয় ,
সাদরে বিছিয়ে ছিল তার উন্মুক্ত হৃদয় ।
শিশুর চোখে অপলক চেয়ে
অসীম ভাবনা জাগে ,
জয় করে নেবে বিশ্বকে আজ
মহান কোন ত্যাগে ।
উল্লাসী মন উথলি পাথালি
সাগরঢেউয়ে দোলে ,
অব্যক্ত সব অনুভূতি গুলো
কয়েক ধাপে খোলে ।
ইচ্ছেরা সব বালু মাখামাখি
বালুঘর গড়ে তোলে ,
সেটই নাকি প্রাসাদসম
খুশীর দোলা দোলে ।


উৎসর্গ ঃ আমার ছেলেকে
আমার ছেলের উল্লাস ভরা দিনকে স্মরণ করে ।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

বিজন রয় বলেছেন: আপনাকে আর আপনার ছেলেকে শুভেচ্ছা ও শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন রয় ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব সুন্দর হয়েছে।
ভালো লাগলো

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি+লেখা দুটোই চমৎকার!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: ছবিটি আমার ছেলের । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন ভোরের উল্লাসই এরকম!
স্বপ্নে ভরপুর উদ্যম আর ইচ্ছার পাগলা ঘোড়া
ছোটে তেপান্তর পেরিয়ে.........

বালুর প্রাসাদে যেই সূখ
মর্মর পাথরে তা কোথা? ;)

ভাললাগা ++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ বলেছেন । দারুণ ভালোলাগা মন্তব্যে , অনেক অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগা রইল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার :)

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে দারুণ খুশী ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০০

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ , ভালো থাকবেন ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য আর ভালোলাগা প্রকাশের জন্য । অনেক ভালো থাকবেন ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩২

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা আপা।
ছেলের উল্লাস ভরা দিনকে নিয়ে লেখা। এর চেয়ে আনন্দের আর কি আছে? অনেক ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । সত্যিই সন্তানের আনন্দে মায়ের আনন্দ দ্বিগুণ হয় ।

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




শিশুর চোখে অপলক চেয়ে
অসীম ভাবনা জাগে ,
জয় করে নেবে বিশ্বকে আজ
মহান কোন ত্যাগে ।

সুন্দর ভাবনা ভাল লাগল কবিতা
শুভেচ্ছা রইল

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে , পড়ার জন্য আর মন্তব্যের জন্য ।

১২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: :)

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

রানার ব্লগ বলেছেন: চমৎকার !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় খুব ভাল লাগা!


অনেক শুভকামনা রইল!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,




উল্লাসে "মা"ও বা কম যায় কিসে !
যোগ্য মায়ের যোগ্য উল্লাস ডানা মেলে ধরেছে তারই ছেলে। বাহ্‌.... সুন্দর হে সুন্দর .........

ছেলে ও মা'কে ঈদের শুভেচ্ছা

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । যদিও অনেক দেরি হয়ে গেল উত্তর দিতে ।

সুন্দর মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইল ।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীও নীরব নয় ,
সাদরে বিছিয়ে ছিল তার উন্মুক্ত হৃদয়
-- বেশ সুন্দর অভিব্যক্তি!
শিরোনাম, ছবি এবং কবিতা-- সবই সুন্দর হয়েছে। কবিতায় ভাল লাগা + +

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

দুঃখিত , দেরি করে উত্তর দেবার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.