নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

নতুন দিন , শুভ ২০২২

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৪

মেঘের ভাঁজে আলো হারায়
সন্ধ্যা তখন পাড়ায় পাড়ায়,
রাত্রি শেষে নতুন ভোরে
নতুন হাওয়া ঐ যে ওড়ে !
আনন্দ আজ মেঘের ভেলায়,
দিন ফুরাবে হেলায় খেলায়।
পূর্ণ হবে সকল খেলা
নীরব হবে মেঘের ভেলা।
এই যে বাতাস, ঐ তো আকাশ
সতত রবে তাদের প্রকাশ ,
মানুষ গুলো আসবে যাবে,
সময়গুলো এমনি রবে।
বিদায় জানাই একুশ তোমায়
বাইশের এখন দারুণ সময়।

৩১/ ১২/ ২০২১
লন্ডন

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৫

জ্যাকেল বলেছেন: এই ধরণের সহজ কবিতা হইলে আমি পড়তে ভালবাসি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ। আমারও ভালো লাগে এ জাতীয় সহজ কবিতা। চোখের পলকে লেখা হয়ে যায়, সময় কম লাগে। :D

২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৯

জ্যাকেল বলেছেন: স্বীকারোক্তিঃ আমি এখানকার বেশিরভাগ কবিতা পড়তে বিরক্তবোধ করি। তাই ঐদিকে যাওয়া হই না। আজকে একাধিক কবিতা সুখপাঠ্য মনে হইল। ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন, সুন্দর থাকুন এই নতুন দিনে।

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৩

শায়মা বলেছেন: ইয়ে!!!!! সবাই এসে গেছে!!!

হ্যাপী নিউ ইয়ার আপুনি!!!!

এমন করেই সচল থাকো প্রতি মাসে মাসে হলেও একটা পোস্টু দিয়ে। নয়ত আবোল তাবোল পোস্টুর ভীড়ে তো আমাদের সামু ঘোস্টু হয়ে যাবে!! :(

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: আসলেই, সামুকে অনেক মিস করি। আগে কত সুন্দর সুন্দর পোস্ট আসতো। কত মানুষ ছিল এখানে। সবার ফিরে আসা উচিত।

সামু আমার প্রিয় জায়গা। ফেসবুকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মাঝে মাঝে।

বছরটি সুন্দর যাক তোমার , এই কামনা করি।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:




মেঘের ভাঁজে হারিয়ে যাওয়া আলো নতুন ভোর হয়ে ফিরে আসুক বার বার ।
তারসাথে পরিচিত মুখগুলোও ফিরে আসুক ।
বিদায় মানেই নতুনকে স্বাগতম ।
নতুন বছর হয়ে উঠুক অনেক আনন্দময় আর ভালোবাসার ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০০

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

আপনার সাথে সাথে আমিও বলতে চাই, পরিচিত মুখগুলো আবার ফিরে আসুক।

অনেক অনেক ভালো থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা বেশ ভালো লেগেছে। অনেকে কঠিন করে কবিতা লেখে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

আমি সহজ মানুষ, তাই সহজ করেই লেখি। :)

শুভ হোক আপনার আগামির পথ চলা।

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন বছর শুভ হোক।


(লন্ডন কোথায় আছেন? আমি আছি বেথনালগ্রিন। ই২)

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৫

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

আমি থাকি সাটন, সারে কাউন্টি।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জ্যাকেল বলেছেন: এই ধরণের সহজ কবিতা হইলে আমি পড়তে ভালবাসি।

লেখক বলেছেন: ধন্যবাদ। আমারও ভালো লাগে এ জাতীয় সহজ কবিতা। চোখের পলকে লেখা হয়ে যায়, সময় কম লাগে।


এই কবিতা যত সহজ ভাবছেন তত সহজ নয়। কবিকে বলছি, আপনি দক্ষ ভাবপ্রকাশক, কঠিন বিষয়কে সহজভাবে প্রকাশ করতে পারেন।

আপনার জন্য শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। মাঝে মাঝে কবিতা অথবা ভাবের ছন্দ মেলানো বেশ সহজ মনে হয়, যেটা পাঠকের হৃদয়েও সহজ ভাবে প্রবেশ করে। তখন সে কবিতাকে পাঠকের কাছে বেশ সহজ লাগে। তবে এও ঠিক কিছু সহজ কথা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এদের খুব ভেতরে প্রবেশ করলে তখন বোঝা যায়, এটা আসলে অনেক কঠিন বিষয়। তবে পাঠকের বোঝার মত লিখাকেই আমার সার্থক বলে মনে হয়।

আপনাকে আবারও ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এখন টেক্সি চালাই, আপনার শহরে প্রায় রাতে যাওয়া পড়ে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: আমিও যাই মাঝে মাঝে ইস্ট লন্ডনে।

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি কঠিনকে সহজ ভাবে প্রকাশ করা দক্ষাতর কাজ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি ঠিকি বলেছেন। জানি না আমি কতটুকু দক্ষ, তবে চেষ্টা করি আরকি।

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার পোস্ট মন্তব্য করেছিলেন, 404 — File not found.

এটা কি পোস্টের যে লিংক তাতে ক্লিক করার পর না অন্য কোনো ফাইলের?

এই লিংক হলো গুগুল প্লে এর

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: জি এখন পড়তে পারছি।

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সচেষ্টরাই দক্ষ এবং স্বার্থক।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ।

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আবারও।

অনেক অনুপ্রাণিত হলাম। আপনার লেখা পড়বো আমি।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

আখেনাটেন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা......কবিতা ভালো লেগেছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা।
এবং ধন্যবাদ পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঠান্ডা সময়গুলো এমনি রবে , এই শীতে বরফ হয়ে যাবে ।
বিদায় একুশ ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

নতুন বছরের শুভেচ্ছা নিন। :)

১৫| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: আপুনি তুমি এ বছর সচল থেকো।
এমন করেই মনের ভাবনা কবিতায় এনে এনে লিখে যেও।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: হুম , থাকবো। :)

১৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:০৫

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া,




অদ্ভুত সুন্দর ছড়ায় পুরোনো বছরকে বিদায় করলেন।

"এই যে বাতাস, ঐ তো আকাশ
সতত রবে তাদের প্রকাশ ...."
এর মতোই যেন আপনার প্রকাশ ঘটে নিয়ত ব্লগে।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাবছি, নিয়মিত হবো।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ছোট্ট  একটা লেখা কিন্ত বিশাল অর্থবোধক।  মায়াময় লেখা প্লাস (+) ।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!!! +

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:২১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.