নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

বোধ

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৪

আমাদের অক্ষিগত সাম্যবাদ আছে,
আমাদের দৃশ্যত ঐক্য, মিতালি, সংযোগ, সব আছে।
আমাদের নেই-
সংলাপ
মতবিনিময়
কিংবা কথোপকথন।
আমাদের আছে শুধুই
একচেটিয়া উক্তি, ঘোষণা ও ভাষণ।
আমাদের বলতে মানা আমরা ক্রীতদাস তুল্য।
আমারা তো স্বাধীন!
আমাদের স্বাধীনতা অন্যরকম,
ভিন্ন স্বাদের, ভিন্ন বোধের।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের বলতে মানা, আমরা ক্রীতদাসতুল্য।

লেখাটা খুবই সাবলীল। বোঝার চেষ্টা করলাম - এটা রাজনৈতিক কবিতা, নাকি প্রেম ও দ্রোহের কবিতা।

'অক্ষিগত সাম্যবাদ' কথাটা দারুণ।

আপনার কবিতা আগে পড়েছি বলে মনে পড়ছে না। গদ্যের মতো কবিতায়ও আপনার হাত অসাধারণ।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কবিতা হয় কিনা জানি না, তবে কিছু একটা লিখে মনের ভাব প্রকাশ করি - এই আরকি ।

দুঃখিত অনেক দেরি করে উত্তর দেয়ার জন্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৮

সামরিন হক বলেছেন: ভালো লাগলো ।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: জয় হোক বিশ কোটি জনতার, জয় হোক মানবতার!

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখা আপু

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই কবিতায় আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ছবি দেখতে পাচ্ছি। চমৎকার কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
আশা করছি কুশলে আছেন।

ব্লগে দেখা হলে অন্যরকম লাগে। আমি দীর্ঘদিন পর ব্লগ সময় দিচ্ছি তাই পুরনো কাউকে দেখলে আলাদা একটা ভালো লাগা কাজ করছে।

কবিতায় ভালো লাগা রইলো।
সুন্দর লিখেছেন।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক দিন পরে ব্লগে দেখে ভালো লাগছে।

শুভ কামনা রইল।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া,




ভিন্ন স্বাদের, ভিন্ন বোধের কবিতা।
এ দ্রোহের নয়, রাজনৈতিকও নয়! এ হলো অন্তর্গত জিজ্ঞাসার অনুরণন।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন।

মন্তব্যে ভালো লাগা রইল।

দুঃখিত দেরি করে উত্তর দেয়ার জন্য।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

নেওয়াজ আলি বলেছেন: আমাদের বাজারে জিনিসপত্রের দামও আছে। কিনতে না পারার অক্ষমতাও আছে

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

গুলশান কিবরীয়া বলেছেন: জি, মানব জীবন হয়ই কষ্টের। এরই ভেতরে চলে যায় জীবন।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.