নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই

জানতে চাই

সম্রাট অশোক

জানিনা

সম্রাট অশোক › বিস্তারিত পোস্টঃ

" Creative writing course "

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩

-
নিঃসন্দেহে লেখক হওয়া একটি জটিল প্রক্রিয়া ।
লেখকের তুমুল জনপ্রিয়তা , অর্থনৈতিক সুবিধা, সামাজিক মর্যাদা, বিশ্বব্যাপী অবারিত সুযোগ ও প্রভাব এবং লেখকের প্রায় চিরস্মরণীয় হবার কথা মাথায় রেখে আগ্রহী অনেকেই লেখক হবার ঝুকি নিতে চায় । একুশের বই মেলার দিকে তাকালে এই চিত্রটার কিছু সত্যতা খুজে সম্ভব ।
লেখালেখির উপ নির্দেশনামূলক কিছু বই পাওয়াও যায়, কিন্তু মানের দিক থেকে তা একেবারেই প্রাথমিক, একদমই সাধারণ ! বাস্তবতা হলো তা পড়ে সুফল পাওয়ার নজির নাই বললেও খুব ভুল হবে না ! এমনকি বিদেশ থেকে নানান কোর্স করেও উন্নতি দেখা খুবই মুশকিল ! কিছু সময় ও অর্থ গচ্ছা গেল এই ভাবনায় কিছু উন্নতি হতেও পারে !
উদ্ভাবিত এই কলা-কৌশল সবচেয়ে সহজ ,সার্থক এবং আত্ববিশ্বাস প্রদায়ী। এক্ষেত্রে সফলতা থেকে বড় মানদন্ড আর কিছুই হতে পারে না। কথা নয় কাজের মাধ্যমেই এই সত্যতা প্রমাণ করায় বিশ্বাসী।

যে কোনো বয়সের আগ্রহী প্রার্থী এই সুযোগ গ্রহণ করতে পারবেন । প্রার্থীর স্বার্থে পরিচয় গোপন রাখা হবে l

( কমিশন : প্রার্থী ভর্তি করানোর ক্ষেত্রে কমিশন প্রদান করা হবে- ৫ লক্ষ টাকার কোর্স ফির ক্ষেত্রে ৫০০০০ টাকা এবং দশ লক্ষ টাকার কোর্স ফির ক্ষেত্রে ১ লক্ষ টাকা কমিশন প্রদান করা হবে ।
বুদ্ধিবৃত্তিক কাজকে অনেকে মূল্যায়ন করতে পারে না । এটা তাদের শিক্ষার সীমাবদ্ধতা । এই প্রবনতা নিন্দনীয় ।
একজন সফল লেখক মূল্যমান বিচারে অমূল্য, মাত্র ৫ / ১০ লক্ষ্য টাকার সমতুল্য নহে । )

Contact no-
" Creative writing course "

01942949373.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো। কিছু কিছু বিষয়ে অন্তদৃষ্টির প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.