নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদুজ্জামান জুয়েল

আসাদুজ্জামান জুয়েল

রওশনারা বেগম ও আবদুর রশীদ খানের কনিষ্ঠ পুত্র আমি আসাদুজ্জামান জুয়েল। ১৯৭৮ সালের ০৫ জুন শরীয়তপুর জেলার পালং থানা পালং গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। শিক্ষা জীবন শুরু মায়ের হাতে। তুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি; শরীয়তপুর সরকারী মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি; জাজিরা ডিগ্রী কলেজে থেকে বাণিজ্য বিভাগ হতে বি.কম পাস করার পর প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে আইন অনুষদ হতে এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করি। প্রতিটি ক্যাম্পাসেই কেটেছে মধুর দিনগুলো। ২০০৯ সালের ০৮ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হয়ে ২৩ ডিসেম্বর ২০০৯ ঢাকা বার এসোসিয়েশনে সদস্যভূক্ত হই। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর ২০১০ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যভূক্ত হয়ে আইন পেশার সাথে যুক্ত আছি। ঢাকা জেলা আইনজীবী সমিতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ও শরীয়তপুর জেলা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত আছি। সাংবাদিকতা ও লেখালিখি করি মনের টানে। একই সাথে আইন পেশা ও সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্ম জীবন শুরু লেখালিখির মাধ্যমে। দৈনিক ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতার শুরু। এর পর দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কন্ঠ, দৈনিক গণমুক্তি সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছি। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬টি। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে লেখা আমার প্রথম উপন্যাস ‘যেমন আছি লন্ডনে’ প্রকাশিত হয় ২০১২ সালের একুশে বই মেলায়। দীর্ঘ বিরতির পরে ২০১৯ এর একুশে বইমেলায় প্রকাশিত হয় ভ্রমণ কাহিনী ‘কলকাতা ভ্রমণঃ জীবনে প্রথম কিছু’; প্রবন্ধ সংকলন ‘সমকালীন ভাবনা’ ও প্রথম কাব্য গ্রন্থ ‘হৃদয়ের শব্দক্ষরণ’। ২০২০ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রবন্ধ সংকল ‘সমকালীন ভাবনা-২’ ও দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘তুই থাকিস পরাণের গহীনে’। এছাড়াও বেশ কিছু বই প্রকাশের অপেক্ষায় আছি। লেখালিখি করি বিভিন্ন ব্লগে। আমার ওয়েবসাইটঃ www.asadjewel.com, নিজস্ব ব্লগঃ www.asadjewel.blogspot.com এছাড়া www.somewhereinblog.net এ নিয়মিত লেখালিখি করি। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে তিনবার ও লাইব্রেরী সম্পাদক হিসাবে দু্ইবার দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, শরীয়তপুর জেলা ইউনিটের জীবন সদস্য। প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর জেলা শাখার সভাপতি হিসাবে দ্বায়িত্বে আছি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর, রূপালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুর এর আইন উপদেষ্টা হিসাবেও কর্মরত আছি। গরীব-দুঃখীদের মামলা পরিচালনার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা শাখার প্যানেল আইনজীবী হিসাবে দুস্থ্যদের আইনগত সহায়তা প্রদান কাজে নিষ্ঠার সাথে জড়িত আছি। সুশাসনের জন্য নাগরিক (সুজন), শরীয়তপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষানিকেতন কর্ম কেন্দ্রীক পাঠাগার, শরীয়তপুরের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। ২০০৯ সালে বাংলাদেশ বার কাউন্সিল ও অস্ট্রেলিয়ান বার এসোসিয়েশনের উদ্যোগে ইনটেনসিভ ট্রায়েল এডভোকেসী ওয়ার্কশপ, ২০১০ সালে এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার এর উদ্যোগে হিউম্যান রাইটস এন্ড রুল অফ ‘ল’, ২০০২ ও ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং কর্মশালা, ১৯৯৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কম্পিউটার ট্রেড প্রশিক্ষণ, ২০১০ সালে ইউএসএইড-প্রগতি-কালেরকন্ঠ আয়োজিত দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী ও তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণসহ পেশাগত উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছি। লেখালিখি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে সমাজ সংস্কারে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমার অর্ধপ্রাণ কন্যা রওশন আসাদ প্রিয়ন্তী। সহধর্মীনি মুনমুন সুলতানা লুনা পেশায় শিক্ষিকা। দুই বোন রেহানা আক্তার রেখা এবং কহিনুর আক্তার শিখা এবং একমাত্র ভাই মোহাম্মদ রুহুল আমীন খান আজাদ একজন প্রবাসী। যোগাযোগের জন্য আমাকে মেইল করতে পারেনঃ [email protected]

আসাদুজ্জামান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মা, কতদিন দেখিনা তোমায়... আজ মায়ের অষ্টম মৃত্যুবার্ষিকী

৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫


আজ (৩১ মার্চ, ২০২০ মঙ্গলবার) মায়ের অষ্টম মৃত্যুবার্ষিকী। আটটি বছর কেটে গেলো চোখের পলকে। ৩০ মার্চ শুক্রবার শেষ রাতে মা মৃত্যুর কোলে ঢলে পড়েন আর ৩১ মার্চ শনিবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আটটি বছরে জীবনে অনেক পরিবর্তন এসেছে। অনেক লোকের সাথে দেখা হয়েছে, অনেক লোকের সাথে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে অনেক লোকের সাথে, অনেক মানুষ আপন হয়েছে, পর হয়েছে অনেকে। কিন্তু বিগত আটটি বছরে মায়ের মত আদর, স্নেহ, ভালোবাসা, শাসন পাইনি। মায়ের সাথে কথা বলে যে তৃপ্তি পেতাম তা পাইনি। মায়ের মুখ খানা দেখলে যে প্রশান্তি পেতাম তা মেলেনি। কোন কিছু দিয়েই মায়ের অভাব পুরন হয়নি। আর হবেও না জানি। তবুও খুজে বেরাই। খুজে বেরাবো। মা, তুমি ভালো থেকো, যেখানেই থাকে, শান্তিতে থেকো।
আমার মা আমাকে বাবা বলেই ডাকতো। আমি এখন বাবা হয়েছি। আমার মেয়ে আমাকে বাবা বলেই ডাকে। আমার মেয়ে আমাকে আমার মায়ের মতই ভালবাসে, আমি তা অনুভব করি। মেয়েকে পরম আদরে মা মা বলে ডাকি, সে সাড়াও দেয়। ওকে মা ডেকে মা ডাকার বাসনা পূর্ণ করার চেষ্টা করি। তবুও মনে হয় কোন কিছু দিয়েই মায়ের অভাব পুরন হয়নি। আর হবেও না জানি। তবুও খুজে বেরাই। খুজে বেরাবো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ মাকে বেহেস্ত নসিব করুন। আমিন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১:০০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মায়ের আত্মা শান্তি পাক।

২| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: মায়ের জন্য দোয়া ও ভালোবাসা । মা নাই যার পৃথিবীর আনন্দ নাই তার

৩| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মায়ের আত্মার শান্তি কামনা করছি।
আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। আমিন

৪| ৩১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ওনার মাগফিরাত কামনা করছি।
আমরা কেউ চিরদিন থাকবো না। আমাদেরকেও একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে।

৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৮:১২

মলাসইলমুইনা বলেছেন: আসাদুজ্জামান জুয়েল ,
দোয়া করি আল্লাহ আপনার মা কে অনন্ত রহমত করুন । জান্নাতে রাখুন ।

৬| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ মাকে মেহেশত নসিব দান করুন।

৭| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ মাকে বেহেশত নসিব দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.