নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেজবুকে আমি https://www.facebook.com/pk.galib.1

লেজ কাটা বাঘ

লেজ কাটা বাঘ › বিস্তারিত পোস্টঃ

দুর্নিতি এর মুল সমস্যা কোথায় ??

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

দেশের প্রায় সব সেক্টর এ আজ দুর্নীতিতে ভরে গেছে । সহসা এর সমাধান হবে বলেও মনে হয় না । মন্তী-সচিবরা অবশ্য প্রায়ই বলেন তারা চেষ্টা করছেন কিন্তু ফল আর পাই না ।

কখনও কি আমরা ভেবে দেখেছি মুল সমস্যা কোথায় ?? আর কি এর সমাধান ??

আমার মনে হয় মুল সমস্যা হলো আমরা সমস্যা এর মুলে না গিয়ে উপরের ডাল পালা কাটছি , আর এই জন্য পরবর্তীতে আরও বড় আকারের দুর্নিতি হচ্ছে !!

একটু খুলে বলি । ধরুন আমরা যদি মনে করি বিসিএস এ আর কোন দুর্নীতি করা হবে না এবং বাস্তবায়ন করি তাহলে যারা দুর্নীতি করে বড় হয়েছে তারা কি করবে ??

নিশ্চয় অন্যন্য সেক্টরে যাবে !! এবং সেখানে তাদের কর্মকান্ড চালিয়ে যাবে । আল্টিমেটলি দিন শেষে আবার দুর্নীতি ফিরে আসবে !! আবার সব সেক্টরে দুর্নীতি একসাথে শেষ করা সম্ভব না ।

তাহলে এর সমাধান কি ?? সমাধান হলো মুলে যাওয়া । আমরা যদি কোন ভাবে আমাদের শিক্ষা খাত কে দুর্নীতি মুক্ত করতে পারি তাহলে কিন্তু একবারে ৯০ ভাগ দুর্নীতি কমে যাবে ।

আমাদের প্রাইমারি শিক্ষকরা দুর্নিতি করে ঢুকেন । অতঃপর তারা আর কি শিখাবেন ?? এর পর হাইস্কুল, কলেজ শেষে ভার্সিটি একই কাহিনী । যাদের কাছহে নীতি শিখবেন তারাই নীতিহীন ।

আমার মনে হয় এই দিকটা আমরা নজর দিলে খুব সহজেই উন্নতি করতে পারব !!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:

"আমাদের প্রাইমারি শিক্ষকরা দুর্নিতি করে ঢুকেন । "

-কিভাবে?

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

লেজ কাটা বাঘ বলেছেন: যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হয়ে আসছেন তারা মুলত ঘুষ দিয়ে শিক্ষক হচ্ছেন । ধন্যবাদ

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:

"আমাদের প্রাইমারি শিক্ষকরা দুর্নিতি করে ঢুকেন । "

-লেজ কেটে যাওয়া বাঘ কি ব্যালেন্স রাখতে পারে?

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

লেজ কাটা বাঘ বলেছেন: শিকারের সন্ধানে যাওয়ার সময় ভারসাম্য ঠিক রাখার চেয়ে লক্ষ্য ঠিক রাখা সম্ভবত বেশী জরুরী যদিও ভারসাম্য রক্ষাটাও কম জরুরী না । ধন্যবাদ

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: হুম....

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

লেজ কাটা বাঘ বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

অনির্বান শিখা বলেছেন: প্রাইমারি স্কুলে চাকরি নিতেও এখন ঘুষ দিতে হয় , মে বি লেখক এটা বুঝিয়েছেন

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

লেজ কাটা বাঘ বলেছেন: জ্বি, এটাই বুঝান হয়েছে । ধন্যবাদ

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

মহা সমন্বয় বলেছেন: দুর্নিতি এর মূল সমস্যা?? এটা কোন ব্যাপারই না।
দুর্নিতি এর মূল সমস্যা মাত্র একটাই- আর তা হল ওটাকে খুঁজে বের করতে হবে তারপর তা নির্মুল করতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

লেজ কাটা বাঘ বলেছেন: একমত কিন্তু রক্ষক যদি ভক্ষক হয় আপনি কি করবেন !

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

রাশেদ রাহাত বলেছেন: আরেকটু ব্যাক্ষা মূলক হওয়া উচিৎ ছিলো।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

লেজ কাটা বাঘ বলেছেন: ধন্যবাদ । সামনে চেষ্টা করব !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.