নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেজবুকে আমি https://www.facebook.com/pk.galib.1

লেজ কাটা বাঘ

লেজ কাটা বাঘ › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা পর্ব - ০১

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

অনলাইন এ কাজ শুরু করার আগেই পরিচিত পেয়ে গিয়েছিলাম। বলতে গেলে মানুষ কে সাহায্য করা শুরু করেছি নিজে কাজ শুরুর আগে! ভাল/খারাপ সব সময় হেল্প করেছি! সম্পুর্ন বিন্যমুল্যে হেল্প করেছি! চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কখনও বলতে পারবে না, শিখিয়ে টাকা নিয়েছি!

শেখাতে গিয়ে কত রকম অভিজ্ঞতা হয়েছে! রাত ৩ টায় ঘুমানোর আধা ঘন্টা পর কল করেছে কেউ কেউ! কেউ বা আইডি এর লগিন ডিটেইলস দিয়ে দিয়েছে!

দেখা গেছে, সব কিছু শিখিয়েছি। মার্কেট এ কাজ পাওয়ার পর সবাইকে বলেছে, সে নিজেই শিখেছে! ইভেন আমাকেউ চেনে না! সব শেখানোর পর পেওনিয়ার রেফারেন্স নিয়েছে অন্য কোথাও থেকে! আবার সেই কার্ড এ সমস্যায় আমাকেই কল দিয়েছে! এর পরও হেল্প করেছি!

কত লেইম প্রশ্ন মানুষ করতে পারে, শেখাতে না আসলে জানতাম ই না! ভাই কত কামান? কি করেন? আমাকে শেখান বাসায় এসে! আমারে ডলার দেন! পারসনাল টিপস দেন । কাজ দেন । আইডির লিংক দেন । আডি খুলে দেন । বিড করে দেন ।

ভাই, ৩ টা টিউটোরিয়াল দেখেছি, এখন কি করব ? ইউটিউব এ কিছু নাই , লিঙ্ক দেন!ভাই গুগোল এর লিঙ্ক দেন!

মাঝে একবার একজন কে বলেছিলাম, " এই লাইন আপনার জন্য না "। তার সাথে সম্পর্কই শেষ হয়ে গেছে !

এর পরও আমি শেখাই । আমার টিচার রা শেখায় । শেখানোতেই আমাদের আনন্দ । মানুষের সমস্যা সমাধানেই আমাদের আনন্দ । অভিজ্ঞতা হয়ে গেছে । এর পরও কারও কারও কাছে সামান্য এক্সপেকটেশন থাকে । মনে হয়, একটা মেসেজ হয়ত পাব ।

কৃতজ্ঞতা দেখালে স্যার রা টাকা পয়সা নিয়ে যায় না । ছোট করে না । অন্তত আমার কোন টিচার কৃতজ্ঞতা দেখানোর জন্য টাকা চায় নাই । বরং আমার পাশে থেকেছে । সিক্রেট টিপস বলে দেয় ।

আমি আমার এক স্টুডেন্ট এর উদাহরন অনেক যায়গা দেই । ভদ্র-লোক যখন ইন্টার পাশ করে আমার বয়স তখন ৫ বছর । প্রচন্ড রকম কাজের চাপেও উনি আমাকে সময় দিয়েছেন । আমার সিক্রেট টিপস উনি জানবে না তো আপনি জানবেন ?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

নয়ন বিন বাহার বলেছেন: কিছু লোকের জন্য অন্যরা সাফার করে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৬

লেজ কাটা বাঘ বলেছেন: কথা সত্য.

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

কিছু বলার বাকি বলেছেন: ফ্রিল্যান্সইং শিখতে চাই, ভাল প্রতিষ্ঠান জানা থাকলে জানাবেন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

লেজ কাটা বাঘ বলেছেন: এক এক ক্যাটাগরির জন্য এক এক প্রতিষ্ঠান ভাল । সব চেয়ে ভাল হয় নিজে নিজে গুগল/ইউটিউব থেকে শিখলে ।

৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

মোহাম্মদ রবিউল আউয়াল বলেছেন: গুগল/ইউনটিউব থেকে ফ্রিল্যান্সিংটা শিখতে হলে আগে কি কি অভিজ্ঞতা থাকতে হবে আমার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.