নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেজবুকে আমি https://www.facebook.com/pk.galib.1

লেজ কাটা বাঘ

লেজ কাটা বাঘ › বিস্তারিত পোস্টঃ

সাইন্স-ফিকশন লেখার অপচেষ্টা :p part - 01

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৩

#Year2041

হঠাত করেই ভেজ্ঞে পড়েছে গুগল-বিং এর মত সার্চ ইঞ্জিনের রিলায়েবিলিটি। ইঞ্জিনিয়ার রা কাজ করে যাচ্ছেন ক্রমাগত কিন্তু এই চাপ সামাল দেয়া অসম্ভব।

এ বছর বাংলাদেশ থেকে ১৩ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। সবাই প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে বিশ্বে তোল-পাড় হয়ে যাচ্ছে। বিশ্ব মিডিয়া ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রসিডেন্ট সহ অন্তত ১০ জন প্রেসিডেন্ট বাংলাদেশে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্য।

এই চাপ সামাল না দিতে পেরে ভেজ্ঞে পড়েছে অনলাইনের সব কয়টি সার্চ ইঞ্জিনের রিলায়েবিলিটি।
কিছুক্ষন পর মিটিং। মিটিং এর পরই টেক ওয়ার্ল্ড এ আমাদের অস্তিত্ব জানান দেয়া হবে। আমরা একক ভাবে ইনফরমেশন টেক এ লিড নিব!! স্বপ্ন সত্যি হবে এবার।

২৪ বছর কাজ করেছি। শুরু করেছিলাম একাই। শুন্য থেকে শুরু করাটা সহজ ছিল না। শুধু জানতাম, টেক ওয়ার্ল্ড এ নিরব বিপ্লব হতে যাচ্ছে। আমরা যদি এই বিপ্লবে অংশ নিতে না পারি, আবার আমরা হেড়ে যাব, যেমন হেড়েছিলাম শিল্প বিপ্লবে!
বলা হয়ে থাকে, গুঞ্জন থাকার পরও যারা নোবেল পায় না তারা নো-বেল বিজয়ী। আমাদের সাথে এমন হয়েছে অনেক বার। আর তাই এই বার আমরাই নোবেল কমিটিকে নো-বেল দিয়ে দিলাম!!

আর এটা নিয়েই বা আমরা কি করব। আমাদের যদি টেক ওয়ার্ল্ড এ লিড নেই, তাহলে আমাদের আর কি লাগে !! ইনফরমেশন ইজ মানি।
অর্ধেক মিটিং শেষ! একটা কল এসেছে। এই কলটি মিটিঙ্গের থেকেও গুরুত্ব পুর্ন। মনিটরে একজন বাচ্চা আর তার মা কে দেখা যাচ্ছে।

২ যুগ আগে এই বাচ্চার মা, আমাকে শিখিয়েছে কিভাবে দিনের পর দিন ইম্প্রেস করার জন্য লেগে থাকতে হয় :P এই ধৈর্যই আমাকে এত বড় গবেশনায় সাহায্য করেছে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব সমম্ভব। আমি ঘণ্টা শুদ্ধ করে লিখতে পারতাম না চিন্তায় পড়তাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.