নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

কষ্টরা বহমান!

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২১

কষ্টরা বহমান, স্রোতের মত
কষ্টরা বহমান, জলের ধারায়
পদ্মা, মেঘনা, যমুনা পেরিয়ে নীল, রাইন
হোয়াংহো, টেমস, ফোরাত এর তীরে
পথ পেরোয় বংগোপসাগর, ভূমধ্যসাগর হয়ে
শান্ত হয়ে প্রশান্ত মহাসাগরে পাকায় ঘূর্নি এক
হাজার বছর ধরে
ফিরে আসে তীর বরাবর
প্রতি বছরে সিডর



কষ্টরা বহমান, বাতাসে.....
বরিশাল, গাজায়, সুউচ্চ অট্টালিকা টকিও
দিল্লী, নিউইয়র্ক লন্ডন,
দক্ষিণ মেরু ঘুরে
তপ্ত হয়ে জল পাকায় মেঘের বাহন
জমে সুদূর দৃষ্টির সীমানায়,
ফিরে আসে গ্রীষ্ম-শীতে
আসে শিলা, বৃষ্টি, ঝড়ে

কষ্টরা বহমান, দীর্ঘশ্বাসের মতন
কষ্টরা বহমান, বুকের চাপা কষ্টের মতন
ঘুরে যায় জল্লাদখানা বদ্ধভূমি, জালিওয়ালানবাগ,
গাজা, পশ্চিম তীড়, হলোকাস্ট
হেটে যায় মর্গ, নিউজ প্রেজেন্টারের ঠোট,
অভূক্ত শকুনের উদর
জমে থাকে নয়নের জলে
সে জল বাষ্পে ওরে বাতাসে মেঘ
ফিরে আসে এসিড বৃষ্টি হয়ে

কষ্টরা বহমান, কানে কানে বলা গল্পে
যেমনি অবুঝ শিশু বলে মায়ের কানে
সব হারানো মা বলে কৈশোরে পা রাখা
সন্তানের ভাতের পাতে
বলে, বাপ হারানোর গল্প,
বাপের "নাই" হয়ে যাওয়া গল্পে
মায়ের অনেক কিছু না হওয়া

ঘুরে আসে লেখকের ছোটগল্পে
এক্টিভিস্টের কলমে, টুইটার ফিডে
গল্প জমে, অশ্রু জমে, কষ্ট পুড়ে
ফিরে আসে ৪৭, ৭১, ২৩ হয়ে
নতুন এক যুদ্ধের অপেক্ষায়

১ লা ডিসেম্বর ২০২৩ খ্রি:
বেলা ১২.৫০
মেঘনার বুকে, মেহেন্দীগঞ্জ, বরিশাল

* গাজায় সব হারানো শিশুদের স্মরণে লেখা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: বড় দুঃখজন তবু আল্লাহ ক্ষমা করছে না
মহান আল্লাহ ক্ষমা করো- ক্ষমা করো

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৫

মৌন পাঠক বলেছেন: আমরা কেউ না জাগলে হবে না

২| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১৭

শায়মা বলেছেন: জীবন মানেই যুদ্ধ। বেঁচে থাকার লড়াই। শুধু দরকার মানবিকতা। :(

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

মৌন পাঠক বলেছেন: মানবিকতা যথেষ্ট না।

৩| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১১

সাদা মনের মানুষ বলেছেন: বিশ্ব মোড়লরা নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত, হায়েনার দল গাজার মানবতা ছিড়ে কুড়ে খাচ্ছে সেটিকে শেষ করার চিন্তা বা সময় তাদের হাতে নাই।


.........।শুভ কামনা সব সময় কবি।

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়

৪| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানবতার বিপর্যয়
এর শেষ কোথায় কে জানে। সুন্দর লিখেছেন

অনেকদিন কামাল ভাইয়াকে পোস্টে দেখলাম।

২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০

মৌন পাঠক বলেছেন: সুন্দর কিনা জানিনা, ভাবনাটা এভাবেই এল

ধন্যবাদ জানবেন

৫| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: কবিতার সাথে ছবিটা বড় হৃদয় বিদারক!

২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১

মৌন পাঠক বলেছেন: ছবি আর কবিতা
কবিতা আর ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.