নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/asadali.ht

মোহাম্মদ আসাদ আলী

সাংবাদিক

মোহাম্মদ আসাদ আলী › বিস্তারিত পোস্টঃ

যখন আমি ওয়াজ শুনতাম

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

এক সময় খুব ওয়াজ শুনতাম। রাত-বেরাতে চলে যাইতাম দূর দূরান্তে ওয়াজ শুনতে। ওয়াজের মধ্যে সবার ওয়াজ কিন্তু ভালো লাগতো না। যারা খালি কথায় কথায় কোর'আন-হাদীসের রেফারেন্স মারে, আরবি ঝাড়ে, ঠাস ঠাস করে কথা বলে, অল্প সময়ে বেশি জ্ঞান দেবার চেষ্টা করে তাদেরটা ভালো লাগতো না। বেশি ভালো লাগতো ঘটনাকেন্দ্রিক ওয়াজ। ঘটনা মানে কোনো নবীর ঘটনা বা নবীর সাহাবির হৃদয়বিদারক দুঃখের কোনো কাহিনী।
যেমন ধরেন- হযরত আলী (রা.) কত কষ্ট করে সংসার চালাইছেন, হাসান-হোসেনরে না খেয়ে থাকা লাগছে, ফাতেমা (রা.) কে তালি দেওয়া কাপড় পড়া লাগছে। একদিন হযরত আলী (রা.) কিছু খাবার জোগার করছেন, হাসিমুখে বাড়ি ফিরছেন, হোসেনের মুখে খাবার তুলে দিতে যাইবেন অমনি সময় দরজায় কড়া নাড়ল এক ফকির। এইবার আলী (রা.) কী করবেন? হোসেনরে খাওয়াবেন নাকি ফকিররে দিবেন? হোসেন কিন্তু গত তিনদিন কিছু খায় নাই। ...
এইভাবে ঘটনা আগাইতে থাকে। একটা ঘটনা শুরু হইল তো হইলই, শেষ আর হয় না। এদিকে ঘটনা যতই সামনে বাড়ে আগ্রহ বাড়ে তার কয়েক গুন বেশি গতিতে। সুরেলা কণ্ঠে এমন একটি মনোহর কাহিনী শোনা শেষ না করে কেই বা উঠতে চায়? তাছাড়া ওয়াজ শুনলে কয় মিনিটে কয়টা নেকি লেখা হয়, কয়টা ফেরেশতা ওয়াজের ওই জান্নাতের বাগান থাইকা একজনের ঘাড়ে আরেকজন চড়ে আল্লাহর আরশে গিয়া ঠেকছে সেই হিসাবও তো জানা। এতকিছু জানা, শোনা ও দেখার পরও কেউ ওয়াজ শুনতে না গেলে না যাক, আমি যাইতাম। আমার কবরে অন্য কেউ যাবে না, আমার মা-বাপও না, সেই মোতাবেক মা-বাবা মানা করলেও মর্দে মুজাহিদের মতো সেই মানারে থোরাই কেয়ার করে বিসমিল্লাহ বইলা আগাইতাম।
যাই হোক ওয়াজ শুইনা রাত্রি একটা-দেড়টার সময় যখন বাড়ি ফিরতাম, বুকভর্তি ঈমানের আগুন জ্বল জ্বল করতো, শীতের দিন হইলেও ঠান্ডা লাগতো না। খালি ভাবতাম- রসুলের সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করছেন, আমি এইটুকু ঠান্ডা সহ্য করতে পারব না? আমার ঠান্ডা সহ্য করা বা না করাতে ইসলামের কী লাভ-ক্ষতি হইল সে প্রশ্ন তখনও এন্টেনায় ধরে নি।
সারা বছরতো আর ওয়াজ হইতো না, যখন হইত তখন শুনতামই, যখন হইতনা তখনও শুনতাম- মোবাইলের মাধ্যমে। মেমোরি কার্ড ভর্তি করে ওয়াজ লোড করে নিতাম। তারপর রাস্তাঘাটে, বাসে-ভটভটিতে, হাটে-বাজারে, মাঠেঘাটে সবখানে সুযোগ পাইলেই বাজাইতাম। নিজে শুনতাম দশ জনেরে শুনাইতাম। মানুষের হেদায়েত হইতো তো টাইম লাগে না। অনেকেই আগ্রহ নিয়া শুনতো। কিন্তু কাউরে হেদায়েত হইতে দেখা যেত না। তারা আসলে ওয়াজ শুনতো সওয়াব কামানোর আশায়। বসে বসে মোবাইল শুনে সওয়াব কামানোর সিস্টেম আসছে, অবসরে বসে বসে সওয়াব কামানোর সিস্টেমটা তাদের ভালোই লাগতো।
আমার ওয়াজ শোনার জীবনে সবচেয়ে বেশি আশ্চর্য হইতাম মহিলাদের ওয়াজ শোনা দেখে। এই বেচারিদের অপরাধের অন্ত নাই। নারীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ হইল শয়তানের কারখানা। নারী হইতে সাবধান। নারী হইল পাপের দরজা। নারী সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পাইলেই আপনারে জাহান্নামে ঢুকায়ে মজা নিবে। নারীর এই দুই নম্বরী চরিত্র আমার জানা ছিল না, আমি জানবো কী, নারীরাই তো জানে না। হুজুরের মুখ থেকেই সবার প্রথম শোনা। আশ্চর্যের ব্যাপার হইল- মহিলারা কিন্তু হুজুরের এই কথাগুলারে মোটেও অবিশ্বাস করতো না। হুজুর সাহেব বলছেন বলে কথা? তিনি কি মিথ্যা বলতে পারেন?
পাবলিক 'নারী' সংক্রান্ত ওয়াজ খায় ভালো। নামাজ, রোজা, কবরপূজা, শেরক, বেদাত, দান-খয়রাতের ওয়াজ শুনতে শুনতে পাবলিক যখন ঝিমাইতে থাকে, হুজুর তখন চট করে ওয়াজের ইস্যু চেঞ্জ করে ফেলে। লাইমলাইটে আসে ওয়াজের জাতীয় ইস্যু- নারী। নারী কী করে আর কী করে না- শুরু হয় বিস্তর আলোচনা, প্রসঙ্গের সাথে সাথে চিত্রপটও পরিবর্তিত হতে থাকে, মনে হয় এতক্ষণে পাবলিক যেন প্রাণ ফিরে পাইল।
দেখা যায় নারী যা করে সবই খারাপ কাজ করে, আর যা করে না ভালো কাজগুলাই করে না। নারী স্বামীকে শ্রদ্ধা করে না, বোরখা পরে না, সংযম করে না, বাড়িতে থাকে না, অন্যদিকে নারী বিশেষ বিশেষ অঙ্গ খোলা রাখে, সাজ-গোজ করে, স্কুল-কলেজে যায়, চাকরি করতে চায়, নেতা হইতে চায়, পুরুষ মানুষরে সুরসুরি দেয় ইত্যাদি ইত্যাদি। ওয়াজরে যদি সিনেমা হিসেবে নেন, তাইলে নারী হইল ওই সিনেমার ভিলেন। আজকাল যৌন সুরসুরি ছাড়া যেমন সিনেমা চলে না, ওয়াজেও যৌনতার একটা বিশেষ জায়গা রাখা হয়। ওই জায়গার ওয়াজ শুনেছে যে, সেজন বুঝেছে হুজুরের রস। রস তো নয় যেন রসে রসমালাই। যাই হোক, সিনেমা শেষে ভিলেনরে মেরে ফেলার রেওয়াজ থাকলেও বহুবিধ প্রতিকূলতার কারণে হুজুর সাহেবরা ওয়াজ শেষে নারীদের হত্যা করার আদেশ দিতে পারেন না। এজন্য তাদের কোনো আক্ষেপ আছে কিনা জানা হয় নাই।
তবে আমার একটা দুর্বলতা ছিল, যার কারণে মাঝে মাঝে আমার ঈমান নিয়ে আমি নিজেই সন্দেহ করতাম। সমস্যাটা হলো- যতক্ষণ ওয়াজ চলতো আমি ভালোভাবেই বসে থাকতাম, নেকি হাসিল করতাম, কিন্তু ওয়াজের মধ্যে যখন টাকা-পয়সা, ধান-চাল, ডিম-ডামের ব্যাপারটা ঢুকে পড়ত আমি আর বসে থাকতে পারতাম না। দানের পরিমাণের তারতম্যের সাথে হুজুরের কণ্ঠে 'মারহাবা'র উঠানামা করতে দেখে হাসিও পেত একটু একটু।
একদিনের ঘটনা। ওয়াজ প্রায় শেষ। কাহিনীর শেষ করেও শেষ করা হয় নাই। এরই মধ্যে শুরু হল মসজিদের জন্য টাকা তোলা। মারহাবা আর আলহামদুলিল্লাহ-য় মুখরিত চারিদিক। যে যা পারছে দান করছে। যে পারছে না সে এদিক ওদিক না তাকিয়ে চুপ করে বসে আছে। একজনকে দেখা গেল আট বস্তা সিমেন্ট দান করতে। হুজুর এখনও সন্তুষ্ট নন। তিনি বারবার সবাইকে দানের ফজিলত শোনাচ্ছেন, তার কথা শুনে মনে হচ্ছে- যদি এখান থেকে কেউ পকেটে করে এক টাকাও ঘরে ফিরিয়ে নিয়ে যান সেই এক টাকার জন্য হাশরের ময়দানে তাকে আধহাত সূর্যের নিচে দাড়ায়ে থাকা লাগবে, অন্যদিকে সে যদি ওই একটা টাকা মসজিদের সংস্কারে দিয়ে দেয়, নিঃসন্দেহে ওই এক টাকাই তাকে জান্নাতে নিয়ে যাবে। অবস্থা বেগতিক দেখে বিরক্ত হয়ে কয়েকজনকে দেখলাম আস্তে করে সটকে পড়তে। আমার কাছেও হুজুরের আচার-আচরণ অতিরিক্ত বাড়াবাড়ি মনে হলো। যে-ই না উঠতে যাবো অমনি হুজুর ঘোষণা দিলেন- যে ব্যক্তি ওয়াজ শেষ হবার আগে এই জান্নাতের বাগান থেকে উঠে যাবে বুঝতে হবে তাকে শয়তানে ধরেছে। তিনি এমনভাবে কথাগুলো বললেন যে, পাবলিক উৎসুক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো যেন তারা চাক্ষুষ শয়তানকে দেখতে যাচ্ছে। এটাকে আমার কাছে আরও বাড়াবাড়ি মনে হলো এবং আমি উঠে পড়লাম। কোনোদিকে না তাকিয়ে গজ গজ করে মাঠ ত্যাগ করলাম। আসতে আসতে মাইকে হুজুরের ঘোষণা শুনলাম- সময় স্বল্পতার কারণে আজকের আলোচিত ঘটনাটি শেষ করা সম্ভব হলো না, আগামীকাল 'অমুক' জায়গার মাহফিলে আমি বক্তব্য রাখবো, সেখানে এই ঘটনার শেষটুকু আলোচনা করব ইনশা'আল্লাহ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: সুন্দর ওয়াজ শোনার অভিজ্ঞতা। ধন্যবাদ

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

গ্রিন জোন বলেছেন: কুরআন হাদিস সমাজ পরিবর্তনের জন্য। কারও ভাল লাগুক আর নাই লাগুক। এটা সরসরি আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে জড়িত। সুতরাং যেসব হুজুর পীর ওয়াজকে ব্যবসা বানিয়েছে তারা শরিয়তবিরোধী কাজই করছে। আপনি সমাজ পরিবর্তানের জন্য বক্তৃতা দেন, কুরানের ব্যাখ্যা শুনান, যদি একজনও তাতে সাড়া দেয় তাতেই মঙ্গল।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

নিউ মার্কেট বলেছেন: ওয়াজ এখন আরও মনোযোগ দিয়ে শুনি। তবে আগের নিয়ত এখন আর নাই। আল্লাহর প্রশ্রয়ে শয়তান আমাকে বিপথগামী করে ফেলেছে। ইউ নো, ইন্নামা আ'মালু বিন্নিয়্যাত।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

ভাবুক তরুণ মিথুন বলেছেন: সেই ওয়াজ শুনলেই নেক হাসিল হয় যেখানে মহান আল্লাহ ও তাঁর রাসূলের গুণকীর্তন করা হয়। ইসলাম সম্পর্কে জ্ঞানমূলক আলোচনা করা হয়। কিন্তু আফসোসের বিষয় বর্তমান ওয়াজগুলি খালি নাটক সিনেমার মত আনন্দদায়ক ছাড়া আর কিছুই নয়। এমন বহু ওয়াজ আমি ঘর থেকে শুনেছি যেখানে নাকি হুজুুর বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছেন যে, তার কোন হুঁশ জ্ঞানই নেই। বলতে বলতে তিনি কুরআনের ভুল ধরা শুরু করেছিলেন। নাউযুবিল্লাহ। সুতরাং মুখরোচক সেই সব ওয়াজ শোনার চেয়ে বর্জন করাই শ্রেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.