নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

পিতা মাতা প্রথম গুরু

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫


[২০]
পিতা মাতা প্রথম গুরু
ভবে আসার মূলাদ্বার
পেতে হোলে চেতন গুরু
কর তাঁদের চরণ সার ।।

মনি, মজ্জা, হাড়, রগ
চার উপাদান দিলেন জনক,
রক্ত, মাংস, লোম, ত্বক
চার উপাদান হয় মাতার ।।

চারে চারে আট মিলে
অচেতন এক ভূত সাজিলে
আটের সনে দশে মিলে
জুড়িল আজব কারবার ।।

মায়ের চার বাবার চার
এই ভবের হাটবাজার
দশ দিয়ে পাক পরোয়ার
তার ভিতরে নিরাকার ।।

কর আঠার মুকামী পুজা
নইলে রাস্তা হবেনা সোজা
ফরিদ, যতই কর নামাজ রোজা
সামনে তোমার অন্ধকার ।।

মাতা পিতার পাক চরণে
সন্তানের স্বর্গ কয় বিধানে
ফরিদ সে কথা আর কয়জন মানে
করে কেবল অত্যাচার ।।

তারিখঃ ২৫/১২/১৯৮৩ খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

হাফিজ বিন শামসী বলেছেন:
আঠারো মুকামী পূজার ব্যাখ্যাটা কী? বুঝিয়ে বলবেন?

২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১

হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: দারুণ

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ছবিটা কি রোহিঙ্গাদের?

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৬

আকতার আর হোসাইন বলেছেন: ভালোই লেগেছে। অবশ্য বেশ কিছু অর্থ বুঝি নাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.