নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব › বিস্তারিত পোস্টঃ

আসুন ইথিক্যাল হ্যাকিং শিখি -- ১

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৫

একজন পেনটেস্টার এর প্রথম কাজ শুরু হয় এই নিয়মে

1) Footprinting

নোট -- এটার মানে হচ্ছে, প্রথমে যে সিস্টেম আপনি পেনিট্রেট করতে চাচ্ছেন , তার উপরে পর্যাপ্ত ডাটা সংগ্রহ করা ।

2) Scanning

নোট -- এটার মানে হচ্ছে, সিস্টেমকে আপনি স্ক্যান করবেন আর দেখবেন সেখানে কোন ভালনারিবিলিটি আছে কিনা ।

3) Enumeration

নোট -- এটার মানে হচ্ছে, স্ক্যান করা ডাটা একত্রিত করে , চেক করা দেখা , সেইটার মাঝে এমন কিছু আছে কিনা যা দ্বারা আপনি সিস্টেম কে ইজিলি পেনিট্রেট করতে পারেন । যদি না থাকে, তবে আবার স্ক্যান করুন ।

4) System Hacking

নোট -- বলাই বাহুল্য এই পর্যায়ে আপনি সিস্টেম এর উপরে এটাক করবেন । কারন আপনার কাছে স্ক্যানিং এর কারনে অনেক ডাটা আছে ।

5) Escalation of Privilege

নোট -- এখানে আপনি সিস্টেম এর এক্সেস নিবেন, যেখানে আপনি হবেন একজন সুপার অ্যাডমিন
smile emoticon

6)Covering Tracks

নোট -- আপনার হ্যাকিং শেষ । সুতরাং আপনি এখন আপনার লগগুলো ডিলিট করে দিন । মানে আপনার সমস্ত ট্র্যাক মুছে দিন ।

7) Planting Backdoors

নোট -- ঠিক ফিরে যাওয়ার আগে আপনার তৈরি করা অথবা কারো ফেলে রাখা ব্যাকডোর বসিয়ে দেন সিস্টেমে যাতে , আপনি তাকে যে কোন মুহূর্তে আবার বাহুডোরে নিতে পারেন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৬

ফাহিমাইকরি বলেছেন: চালিয়ে যান সাথে আছি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.