নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এখন আমায় মৌলবাদ বলতে পারেন । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু ।

শূন্য মানব › বিস্তারিত পোস্টঃ

আসুন ইথিক্যাল হ্যাকিং শিখি -- ২

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৭

কিভাবে হবেন একজন CEH ---

আজকের পর্ব -- নেটওয়ার্ক টপোলজি

যা লিখেছেন লেখক -- আসলে একজন লিট পেনটেস্টার হতে হলে, আপনাকে নেটওয়ার্ক সম্পর্কে আগে ভালো জানতেই হবে । কারন বড় বড় industrial থেফট হয় এর মাধ্যমে B-)


তো আসলে নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি -- আসলে টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্ক এর ফিজিক্যাল সাইট বা বাংলা কথায় বলতে গেলে নেটওয়ার্ক এর গঠন । মানে কিভাবে এর ডিভাইসগুলো কানেক্টেড আছে ।

এখন আমরা কয়েকটা কমন টপোলজি এর নাম জানব, আমি এর বিস্তারিত আপনাকে গুগল থেকে দেখে নিতে বলব --

১) বাস টপোলজি
২) রিং টপোলজি
৩) স্টার টপোলজি
৪) মেস টপোলজি
৫) হাইব্রিড টপোলজি ইত্যাদি ।

নেক্সট লেসনে আমরা এইগুলোর সংক্ষিপ্ত বিবরণ শিখব ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩১

ফাহিমাইকরি বলেছেন: অপেক্ষায় রইলাম..........

২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: সামুতে এখন টেকি পোস্ট হইনা বললেই চলে। আশা করবো আপনি চালিয়ে যাবেন ।

৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনি এই পোস্টটার অডিও ভিজুয়াল বানিয়ে যদি শিক্ষক ডট কমে কন্টিনিউ করতে পারতেন তবে বেশ হত। ওখানে ইথিক্যাল হ্যাকিং এর কোন কোর্স নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.