নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

দর্শকশ্রেণীর হৈ চৈ-এর কারণ-সিনেমাহলে ‘সেক্সফিল্ম’ চালু না করা

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

।। জসীম অসীম ।।



ভারতে নির্মিত নারীদের সমকামী সম্পর্ক নিয়ে তৈরি ছবি ‘ফায়ার’ দেখতে গিয়ে দেখা হলো বিপজ্জনক দর্শকের সঙ্গে। এক পরিবারের দুই বউয়ের মধ্যেকার যৌন সম্পর্ক নিয়ে তৈরি ছবি ‘ফায়ার’। দু’জনই স্বামীর সঙ্গসুখ থেকে বঞ্চিত। নায়িকা শাবানা আজমী ও নন্দিতা এই দুই বউয়ের চরিত্রে অভিনয় করেছেন।

কুমিল্লা শহরের কান্দিরপাড়ের ‘দীপালি’ সিনেমা হলে দেখতে গিয়েছিলাম দিপা মেহতার সেই ছবি ‘ফায়ার’। অনিতা দাস আর শাবানা আজমী অভিনীত এ ভারতীয় ছবিটি নারীর সমকাম-প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হলে সারা ভারতবর্ষে তোলপাড় শুরু হয়। ভারত উপমহাদেশে কোন কোন কারণে মেয়েরা সমকামী হয়ে উঠে...তার নিখুঁত ব্যাখ্যা ছিল এ ছবিতে। কিন্তু কুমিল্লার ‘দীপালি’ সিনেমা হলে ছবিটি চলাকালে নিম্নবিত্ত অথবা বিত্তহীন দর্শকশ্রেণীর হৈ চৈ এ পুরো ছবিটি দেখতেই পারলাম না। হৈ চৈ এর কারণ-সিনেমাহলে ‘সেক্সফিল্ম’ চালু না করা। হল কর্তৃপক্ষ অবশেষে আর্টফিল্ম ‘ফায়ার’ বন্ধ করে সেক্স ফিল্ম চালু করতে বাধ্য হন। ‘সেক্সফিল্ম’টি চালু করলে পরে ওসব দর্শক চুপ করে দেখতে থাকে সেই ছবির বিভিন্ন সিকোয়েন্স...। একসময় যে সৎ চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখতাম-তখন কল্পনাও করতে পারিনি দর্শকও এমন বিপজ্জনক হতে পারে। আত্মঘাতী এসব দর্শককে অনেকে কোন দোষই দিতে চান না। এসব দর্শককে প্রতিরোধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে সিনেমা হলে খারাপ ছবি প্রদর্শন বন্ধ করা উচিত। কিন্তু...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.