নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

মেয়র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মামলায় অভিযুক্ত ছিলেন তানিম

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫২



জসীম উদ্দিন অসীম:

তানিম। নূর-উর-রহমান মাহমুদ তানিম। তার পিতা আবদুল কাইউম মাহমুদ , মুন্সেফ বাড়ি , কুমিল্লা। তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যও ছিলেন তিনি। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তিনিও অংশগ্রহণ করেছিলেন। তবে আর কোনো মেয়র প্রার্থীই এত ফৌজদারী মামলায় অভিযুক্ত ছিলেন না , যত মামলায় জড়িত ছিলেন তানিম। স্বয়ং মেয়র প্রার্থী আফজল খান ,মনিরুল হক সাক্কু ,এয়ার আহমেদ সেলিম ,আনিসুর রহমান মিঠু... কেউই তার মতো এত সংখ্যক ফৌজদারী মামলায় অভিযুক্ত ছিলেন না। অবশ্য এসব মামলার প্রায় সবগুলো থেকেই খালাস পেয়েছিলেন তিনি। এ বিষয়ে তানিমের প্রতিদ্বন্দ্বী গ্র“পের একজনের মতামত জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তখন বলেছিলেন , এতগুলো মামলা তো রেকর্ডভুক্ত হয়েছে। কিন্তু কতো মামলা তো ভয়েই অনেকে করেনি। সেসব মামলাগুলো যদি সত্যি সত্যি নথিভুক্ত হতো , তাহলে বুঝতে পারা যেত...বাস্তব পরিস্থিতিটা কী ? এসব অভিযোগ বিষয়ে তানিমের সঙ্গে যোগাযোগ করা হলে তখন তিনি বলেন , ‘সবগুলো মামলাই ছিল ষড়যন্ত্রমূলক। আমার রাজনৈতিক গন্তব্যকে নস্যাৎ করার জন্যই এসব মামলা হয়েছিল।’ অতীতে তানিমের বিরুদ্ধে যেসব ফৌজদারী মামলা হয়েছিল , তা হলো: (১) জননিরাপত্তা বিশেষ বিধান আইন ২০০০ এর ৯/১০ ধারা মামলা নং:জি আর-১৯০/২০০১ কোতোয়ালী থানার মামলা নং-১৩ মহামান্য হাইকোট বিভাগের রিট পিটিশন নং-৪৯১৪/২০০১ মূলে এর নির্দেশমতে মামলার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত আছে। (২) দঃবিঃ আইনের ১৪৮/১৪৯/৩২৬/৩২৪/৩২৩/৩০৭ ধারা মামলা নং ডি. এম-১৪/৯৪ কোতয়ালী থানার মামলা নং-২১, বেকসুর খালাস (৩) দঃ বিঃ আইনের ১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩৪ ধারা মামলা নং:জি. আর-৬৪৯/৯৮ কোতয়ালী থানার মামলা নং-১৬ ফৌঃকাঃবিঃ আইনের ২৪৯ ধারামতে আসামীদেরকে অব্যাহতি প্রদান করা হয় (৪) জনপিরাপত্তা আইনের ৭/১০ ধারা মামলা নং:জি আর-৬৭২/২০০০ কোতয়ালী থানার মামলা নং-৬০, বেকসুর খালাস (৫) দঃ বিঃ আইনের ১৪৩/৩৪১/৩০২/৩৪/১১৪ ধারা মামলা নং:এস.টি-১৯১/০৬ জি.আর-২৮৬/০১ কোতয়ালী থানার মামলা নং ২৫ আসামীগণকে ২৪৫ (১) ধারা মতে বেকসুর খালাস প্রদান করা হয়। (৬) দঃ বিঃ আইনের ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩৬৫/৩৮৬ ধারা মামলা নং:ডি.এম-৭৯২/০২জি আর-১৭৩/০১ কোতয়ালী থানার মামলা নং-৫২, আসামীগণকে ২৪৫ (১) ধারামতে বেকসুর খালাস প্রদান করা হয়। (৭) অস্ত্র আইনের ১৯-ক ধারা মামলা নং-:এস টি-৪৭/০৬ জি.আর-২৩/০৬ কোতয়ালী থানার মামলা নং-২৪, তাং-আসামীকে ২৬/১১/০৬ইং তারিখে বেকসুর খালাস প্রদান করা হয়। (৮) দঃ বিঃ আইনের ১৪৩/৪৪৮/৪৪২/৩৮০/৩৪ ধারা মামলা নং:জি.আর-২২৭/০৬ কোতয়ালী থানার মামলা নং- ৩২, তাং-০৯/০৫/০৬ চূড়ান্ত রিপোর্ট গৃহীত। তাং-০৯/১১/০৬ ৯) দঃ বিঃ আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩৭৯/৪২৭/৩৪ ধারা মামলা নং: জি আর-২৩০/০৬ কোতয়ালী থানার মামলা নং-৩৫ চূড়ান্ত রিপোর্ট গৃহীত। ৯) দঃ বিঃ আইনের ১৪৭/ ১৪৮/৩২৩/৩৭৯/৪২৭ ধারা মামলা নং: জি আর-২১৫/৯২ কোতয়ালী থানার মামলা নং-৫৩ আসামীদেরকে ২৪৫/ (১) ধারামতে অব্যাহতি প্রদান করা হইয়াছে। ১৪) দঃ বিঃ আইনের ১৪৩/৩২৩ ধারা মামলা নং:জি আর-২৩৫/৯২ কোতয়ালী থানার মামলা নং-১৩ আসামীদেরকে ২৪৫/(১) ধারামতে খালাস প্রদান করা হইয়াছে। ১১) দঃ বিঃ আইনের ১৪৪/৩২৪/৩০৭ ধারা মামলা নং: জি আর-৪৫/৯৩ কোতয়ালীর থানার মামলা নং-৫২ ফৌঃ কাঃ বিঃ আইনের ২৪৯ ধারা মতে আসামীদের অব্যাহতি প্রদান করা হয়। ১) দঃ বিঃ আইনের ১৪৮/১৪৯/৩২৪ ধারা মামলা নং: জি আর-৪৪৩/৯৬ কোতয়ালী থানার মামলা নং-০৭ তাং -০৮/০৯/৯৬ ফৌঃকাঃবিঃ আইনের ২৪৯ ধারা মতে আসামীদেরকে খালাস প্রদান করা হয়। ১৩) দঃ বিঃ আইনের ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩২৪ ধারা মামলা নং:জি আর-২৮৮/৯৪ কোতয়ালীর থানার মামলা নং-৪৬ তাং-৩০/০৬/৯৪ ফৌঃকাঃবিঃ আইনের ২৪১(এ) ধারামতে আসামীদেরকে খালাস প্রদান করা হয়। ১৫) দঃ বিঃ আইনের ১৪৭/১৪৮/৩২৪/৩২৩/৩২৬/৪২৭ ধারা মামলা নং:জি আর-৪৮৯/৯৪ কোতয়ালীর থানার মামলা নং ২৫ তাং-০৮/১০/৯৪ ফৌঃকাঃবিঃ আইনের ২৪৯ ধারামতে আসামীদেরকে খালাস প্রদান করা হয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.