নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

মালতী ফুলের কথা কেউ বললেই মাকে খুব মনে পড়ে যায় আমার

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

জসীম অসীম:

‘...রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে , শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল , পরিমল লোভে অলি আসিয়া জুটিল...উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ , আপন পাঠেতে মন করহ নিবেশ।’

হায়! মদনমোহন তর্কালঙ্কারের এ কবিতা শৈশবে কতো ভালো লাগতো। মায়ের কণ্ঠে এর অপূর্ব পাঠের কথা মনে হলে আমি আর কান্না চেপে রাখতে পারি না। এই এখনও যেমন আমার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ তপ্ত জল।

আমার মা কখনোই বিশ্রাম নেননি। কখনোই বিশ্রামে ছিলেন না। এখন বিশ্রাম নিচ্ছেন মৃত্যুবরণের পর। মায়ের কথা একটুও মনে করতে চাই না। তবু কখনো কখনো মনে পড়েই যায়। আর মনে পড়ে গেলেই প্রবাল পাথরে আমার এ বুক যেন ক্ষতবিক্ষত হয়ে যায়। মা যেন আজ আগুন। মায়ের মুখটা একটু মনে হলেই আগুনে সেঁকা জীবন্ত এক মানুষ হয়ে যাই আমি। তাই মাকে নিয়ে কখনো আর লেখাও হয়না আমার।

কিন্তু মদনমোহন তর্কালঙ্কারের ঐ কবিতার মালতী ফুলের কথা কেউ বললেই মায়ের কথা খুব মনে পড়ে যায় আমার। ‘...রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে , শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল-ফুটিল মালতী ফুল-ফুটিল মালতী ফুল-ফুটিল মালতী ফুল- ফুটিল মালতী ফুল-ফুটিল মালতী ফুল...সৌরভ ছুটিল , পরিমল লোভে অলি আসিয়া জুটিল...উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ , আপন পাঠেতে মন করহ নিবেশ।’



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার এমনিতে মাকে মনে পরে্ ।মালতী ফুলের দরকার হয়না।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

জসীম অসীম বলেছেন: সেলিম ভাই , ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:০৫

মৃদুল শ্রাবন বলেছেন: আমি একটা জিনিস বুঝি না। আপনি লেখার শুরুতে নিজের নাম লেখেন কেন? ব্লগে তো আপনার পরিচয় দেয়াই হচ্ছে।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

জসীম অসীম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.