নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

অসীম কি গন্তব্যে পৌঁছবে নাকি আরও বিপন্ন হবে ?

১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৭



আহাম্মেদ কবীর

আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ জসীম উদ্দিন অসীম । তাকে আমি চিনি ১৯৯৬ সাল থেকে । কবিতা , প্রবন্ধ , কলাম ইত্যাদি লেখার পাশাপাশি সাংবাদিকতা ও ছবি তোলার প্রতি তার ছিল খুব ঝোঁক। বিভিন্ন পত্রিকায় তার লেখা পড়ে ও বিভিন্ন সাহিত্য আসরের আড্ডাগুলোতে অনেক কথা ও গালগল্পের মাধ্যমে তার সম্পর্কে আমি মোটামুটি একটা ধারনা লাভ করেছি। একই সাথে তার তোলা বিভিন্ন ছবি ও ছবির প্রদর্শনী দেখে (দুটো প্রদর্শনী দেখেছি) অনেক ভাবনার উপকরণ সংগ্রহ করতে সক্ষম হয়েছি , যার ফলে তাকে নিয়ে লিখতে কলম থেমে থাকছে না।

অসীম পড়াশোনা করেছে ঢাকার জগন্নাথ কলেজে। ওখান থেকেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ সম্মান ডিগ্রি লাভ করেছে। বি.এ সম্মান ডিগ্রি লাভ করলেও মাষ্টার্স কেনো কমপ্লিট করলো না , সেটা জানা হয়ে উঠেনি কখনো। ছাত্রজীবনে সে ডান-বাম দুই রাজনীতির দিকেই ছিল । তবে বর্তমানে খুবই বামঘেঁষা । সার্বক্ষনিক মার্জিত একটা কথোপকথন স্টাইল তার মধ্যে লক্ষ্য করা যায়। অর্থ্যাৎ কথা বলার ক্ষেত্রে কুমিল্লার আর অন্য দশটি ছেলের মতো সে নয়। সারাক্ষণই সে শুদ্ধ বাংলায় কথা বলে। এমনকি রেগে গেলেও সে আঞ্চলিক ভাষায় কথা বলেনা। অনেকটা কুমিল্লার দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক শ্রদ্ধাভাজন ওহাব স্যারের মতো ? তবে তার কথা বলার সময়ে অর্ধ-ও-কারান্ত এর ব্যবহার আমার কাছে সব সময় প্রমিত বলে মনে হয় না। এছাড়াও কথায় যে সুর (স^রাঘাত)সেটা কিছুটা কলকাতার মতো । সেজন্যই , অনেকই তাকে পছন্দ করে , আবার অনেকের অপছন্দের কারণ বোধ হয় তার এই কথা বলার স্টাইলটিই। সে যাক , তার সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ে ১৯৯৮ সালের দিকে। তখন আমার ‘হাজার রুবাই’ কাব্য সঙ্কলনের কম্পোজ চলছিল কুমিল্লার সাপ্তাহিক ‘আমোদ’ এর কম্পিউটার শাখায়। যেহেতু স্বরবৃত্ত ছন্দে লেখা রুবাই , তাই আমিও চাচ্ছিলাম বাংলা সাহিত্যের কেউ যদি আমাকে প্র“ফ সংশোধনে সহায়তা করে , তাহলে খুবই ভাল হয়। অসীমের সাথে এ নিয়ে কথাও হয়। তারপর সে ছন্দ ঠিক রেখে আমার কবিতার প্র“ফ দেখে দেয়। তারপর বুঝি অসীম ছন্দ বিষয়ে কতটা পারদর্শী। সাংবাদিকতায়ও সে খুব দক্ষ , কিন্তু কারো মতের সাথে তার মত প্রায়ই মিলে না বলে সে চাকুরি ছেড়ে দেয়। তারপর অর্থকষ্টে সে আরও বিপন্ন হয়। তার এ আপোষহীনতা তাকে কি গন্তব্যে নেবে নাকি আরও বিপন্ন করবে , এটা আমি ঠিক জানি না।

লেখক : সাহিত্যিক , কুমিল্লা। রচনা : জুন , ২০০৩ , কুমিল্লা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.