নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি কোঁচবক

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

painting:jashimashim



ভালোবাসি কোঁচবক

শিকারী শঙ্খচিল

আর বালিহাঁস

এক বিল ধানক্ষেত

দিনভর করতে চাই

ডাহুকের চাষ



যমুনার ভরা বুকে

পাল করে দিতে চাই

তার লাল শাড়ি

দুরন্ত মাঝি আমি

কালিগঙ্গার মাঝবুকে

পেতে চাই বাড়ি



মেঠোপথ ধানক্ষেত পার হয়ে

কাউকে দেখাতে চাই

এ বুকের তাপ

লাল লাল মেয়ের নীল লালসায়

নেই কোনো পাপ



ভালোবাসি কোঁচবক

শিকারী শঙ্খচিল

দিনভর ধানভরা

দুই তিন বিল

তার চেয়ে ভালোবাসি

মাছরাঙার বর্ণিল তিল।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

জসীম অসীম বলেছেন: ভালো লাগলো। ভালো থাকবেন।

২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

ডট কম ০০৯ বলেছেন: প্রজাপতির লালরঙা সাপ

একটু বুঝায়ে বলেন কি বলতে চেয়েছেন এই লাইনে।

এমনিতে সুখপাঠ্য হয়েছে।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৯

জসীম অসীম বলেছেন: ভাই,লাইনটি ভুল পেস্ট হয়েছে। দু:খিত। সম্পাদনা করে দিয়েছি।ধন্যবাদ।

৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

জসীম অসীম বলেছেন: ভাই, লেখালেখি তো আপনাদের সংস্পর্শেই টিকিয়ে রেখেছি। আপনি খুবই স্পষ্টবাদী। তাই আপনার মতামতে আমি প্রেরণা পাই , সে মতামত আমার বিপক্ষে গেলেও। এ কবিতাটি অনেক আগের। ২০০৪-এর এক কবি সম্মিলনে প্রথম পাঠ করি এ কবিতা। ভালো থাকবেন। সর্বদাই।

৪| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসি কোঁচবক
শিকারী শঙ্খচিল
আর বালিহাঁস
এক বিল ধানক্ষেত
দিনভর করতে চাই
ডাহুকের চাষ +++++++্

বাহ আপনি কি ছবি ও আকতে পারেন। চমৎকার কবিতা। অনেক ভাললাগা শুভেচ্ছা রইল। ঈদ মোবারক {অগ্রিম}

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:১০

জসীম অসীম বলেছেন: আমাদের জন্যে মজার মজার লেখা লিখে আপনি আমাদের ঋণী করে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ। তবে চমৎকার সব ছোটগল্প রচনা করুন। আপনার কাছে ছোটগল্প চাই। আপনার হাতে গল্প উঠবে দারুণ। আমার বিশ্বাস। হয়তো লিখছেনও। জানি না।
আমি একসময় ছবি আঁকতাম। ব্যর্থ হয়েছি বলে ছেড়েও দিয়েছি । কারণ আমার কোনো প্রতিভা নেই ।

৫| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ডট কম ০০৯ বলেছেন: যাক আমি বেশ দ্বিধা দন্দে পড়েছিলাম। এবার ক্লিয়ার হলাম।

আরো লেখনী চাই।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:১২

জসীম অসীম বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনি ভাই সিদ্ধহস্ত সাধক। ধন্যবাদ। আমার কবিতার টুটে যাওয়া লাইন আমিই চোখে দেখিনি।আমাদের প্রজন্মের সর্বাধিক প্রভাবশালী লেখকদের অন্যতম অভিজ্ঞতাসঞ্জাত লেখক আপনি। আমার বিশ্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.