নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

চাঁদের ‘জ্যোৎস্না’ খসে গেছে

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮

PAINTING:JASHIMASHIM



রাশি রাশি আছে আজ প্রমাণ

চিরনিদ্রার চিরস্থায়ী ঘ্রাণ

পেছন থেকে জাপটে ধরছে

চওড়া হয়ে চকমক করছে

অতল শোকের চকিত চোখের চক্রবালে আমার

কামারশালার আগুন নিয়ে আছি এখন

আমি দুঃখী কামার

সেই

চাঞ্চল্যময় সোনার পাখির চঞ্চুর চন্দ্রাতপ

চতুঃসীমায় নেই

রূপালি সেই নয়ন

সোনার পাখির চরণপদ্মের চমৎকার সেই চয়ন

চলচ্চিত্র হয় না এখন আর

কামারশালার আগুন নিয়ে বেঁচে আছি

আমি দুঃখী কামার

জ্যোৎস্নার চাঁদ চাঁদের জ্যোৎস্না খসে গেছে

এ জীবনের গভীর আকাশ থেকে

কামারশালার এবং চিতার আগুন

কেবল জীবন সেঁকে

চর্তুদিকে দৈত্যদানব কেবল ভাঙ্গা সিঁড়ি

বুকের ভিতর গভীর কষ্ট দারুন পীড়াপীড়ি

আর

শূন্যতার ঐ লাল চাবুকের প্রহার

ব্যাধির ব্র্যাঘ্র সুরে

চিতায় চিতায় স্বপ্নের সেই চাষকর্ম পুড়ে

জীবন নেই তাই সুখে

চিমনীর চরম দৈত্য শিখা

স্থায়ী আবাস গড়েছে এ বুকে

যন্ত্রণার এ চৌচির দিনে

চাঁদের জ্যোৎস্না জ্যোৎস্নার চাঁদ

হয়েছে নিহত

শুধু এক বুনোপাখি নেই তাই

সেই পাখিটি সঙ্গে থাকলে

রূপকথার সেই রাজপুত্তর হয়ে বাঁচা হত।

রাশি রাশি আছে আজ প্রমাণ

চতুর্দিকে জ্বলছে কামারশালা বুনোপাখির তরে

কোথায় পরিত্রাণ?





বৈশাখ ১৪০৩

গয়ামবাগিচা ,

কুমিল্লা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.