নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

আদৌ কি রূপালি আর লেখালেখি করে ?

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

কুমিল্লার মেয়ে নয়। নয় ঢাকার মেয়েও। ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেয়ে। ফারজানা ইসলাম। তবে ‘রূপালি’ নামেই পরিচিত ছিল সেই মেয়েটি। আমার জীবনে ‘রূপালি’ নামে আর কোনো মেয়ের সঙ্গে পরিচয় নেই। সারা জীবনে এ নামে ওই একজনই পরিচিত ছিল। কবিতা লিখতো সে। চমৎকার। রূপালি তার জীবনে অন্যদের নিয়ে যে পরিমাণ ব্যস্ত ছিল , নিজেকে নিয়ে তার ১০ শতাংশও ছিল না। তবে ইচ্ছে থাকলেও তার লেখালেখির তেমন সুযোগ ছিল না। আমার সংগ্রহে তার কিছু দুর্লভ চিঠি রয়েছে। সে লেখক না হলেও তার অনেক ব্যক্তিগত বিষয়ে সে ভবিষ্যতে সময় পেলে লেখালেখি করবে বলে একদা আমাকে জানিয়েছিল। কারণ তার ছোট্ট জীবনে ছিল অভিজ্ঞতার এক বিপুল ভান্ডার। তা যদি মানুষের সঙ্গে বিনিময় না করে , তাহলে সে অভিজ্ঞতায় স্বার্থকতা কী ! আর সে অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম মাধ্যমই হলো লেখালেখি করা।

অত্যন্ত ‘কাটছাট’ কথা বলা পছন্দ করতো রূপালি। অহেতুক কোন ঝামেলায় যেতে রাজি হতো না। সম্ভব হলে ঝামেলা মেটাতো। কিন্তু ঝামেলা তৈরিতে মোটেও উৎসাহ ছিল না তার। তাই হয়তো সে রাজনীতিকে পছন্দ করতো না। কারণ তার ভাষায় , রাজনীতি করতে গেলেই নাকি ঝামেলা আগে বাঁধাতে হয় , তারপর নেতানেত্রী হয়ে ঝামেলা মেটাতে হয় । ‘সর্প হয়ে দংশন আর ওঝা হয়ে বিষ ঝাড়া । ঠিক এ বিদ্যাটি রপ্ত করতে আপত্তি ছিল তার। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে তার সাথে আর দেখাই নেই আমার। কোনো যোগাযোগই নেই। পত্রিকায় , ব্লগে কিংবা ফেইসবুকেও দেখতে পাইনা তাকে । আদৌ কি রূপালি আর লেখালেখি করে ? নাকি শুধু লিটলম্যাগেই লিখে ? কিন্তু কোনো লিটলম্যাগেও তো কোনো লেখা দেখি না তার। আপনারা কেউ কি দেখেন?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.