নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

‘নারীমাতৃক রূপ’: একটি পুরনো সংবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৫


সংবাদ প্রকাশের তারিখ:
৩ বৈশাখ ১৪১১
১৬ এপ্রিল ২০০৪,
দৈনিক শিরোনাম, কুমিল্লা।
=================
‘নারীমাতৃক রূপ’:
জসীম উদ্দিন অসীমের একটি
একক আলোকচিত্র প্রদর্শনী

শিরোনাম প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪১১ উপলক্ষে বুধবার ১ বৈশাখ সকালে ‘নারীমাতৃক রূপ’ শিরোনামে আলোকচিত্রী জসীম উদ্দিন অসীমের একটি একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন কুমিল্লার ‘সাপ্তাহিক পাঠকবার্তা’ ও ‘সাপ্তাহিক বর্ণপাঠ’ সম্পাদক ইয়াসমিন রীমা।
পৌর পার্ক সংলগ্ন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সড়কে আয়োজিত এ প্রদর্শনী আয়োজন করেছে ‘উইমেন ইন মিডিয়া ফোরাম কুমিল্লা’ এবং ‘বিসিডিজেসি’। এ প্রদর্শনী চলবে আজ শুক্রবার রাত পর্যন্ত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


সফলতা কামনা করছি

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আমি তারিখগুলো খেয়াল করিনি; কেমন সফলতা ছিলো?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

জসীম অসীম বলেছেন:
স্যরি বলার একেবারেই কিছু নেই। কারণ আমি তো আসলে ওই অর্থে এটা কোনো লেখাই পোস্ট করিনি। জাস্ট নিউজ। পরীক্ষামূলকভাবেই পোস্ট দিলাম। তাই তারিখগুলো আগেই দিলাম, যেন কেউ বিভ্রান্ত না হোন। আর সফলতা? ওটা আমার জীবনে ছিলও না, ভবিষ্যতেও থাকবে না। তারপরও এ শিল্পগুণহীন ব্যর্থ জীবনটাকে বহন করে সামনের দিকেই এগিয়ে যেতে চেষ্টা করি। শুভ কামনা অব্যাহত রইলো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

শূন্যনীড় বলেছেন: ছবিটা খুব সুন্দর হয়েছে, অনেকটা খালেদা জিয়ার মতো লাগছে।

সফলতা আপনাকে ঘিরে থাকুক সবসময়

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ঠিক এই ছবিটি আমার প্রথম স্ত্রী ফারজানা কবির ঈশিতার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ‘রিভার’ ফিল্মে তোলা অ্যানালগ ছবি। 2000 সালে তোলা এ ছবিটিতে এক ধরনের পরীক্ষা করা হয়েছে। তখন ডিজিটাল ফটোগ্রাফি বাজারে ওভাবে আসেনি।
ঠিকই বলেছেন, ঈশিতার চেহারাও অনেকটা খালেদা জিয়ার মতোই। অন্য অনেকেরই এমন মতামত। পরে ঢাকায় গিয়ে সে খালেদা জিয়ার দলও অনেকদিন করেছে। হয়তো এখনো করে। আমার সঙ্গে মতান্তরে ছাড়াছাড়ি হয়ে গেছে 2002 সালেই। তার একান্ত বান্ধবীর নামও আবার খালেদাই। আমি মূলত ছবিটি এখানে উপস্থাপন করেছি এর ফটোগ্রাফিক পরীক্ষানিরীক্ষা প্রদর্শনের লক্ষ্যেই। ধন্যবাদ। শুভ কামনা রইলো।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

রাকু হাসান বলেছেন: অনেক বেশি শুখকামনা থাকলো ।সফল হোক । শুভ সকাল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। ‍শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল থাকুন...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জীবনও মঙ্গলময় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.