নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: দালাল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫


অলংকরণ: জসীম অসীম

একসময় কতো ভালো ছিলাম
ভালো থাকার পুরষ্কারও পেয়েছি
সবকিছু হারিয়ে
এখন দেখছি সর্বত্রই পুরস্কৃত দালাল
তাই এখন হয়ে গেছি আমিও
ক্ষুদ্র এক দালাল

দালালি ছাড়া বাচাঁ যায় না
রুটি-রুজি, ভাত-কাপড়-সংসার
সবকিছুই দালালিনির্ভর এখন
তাই দেখছি চর্তুদিকেই দালাল
তাই হয়েছি এখন
আমি নিজেও এক দালাল

এমন একটি মুখও খুঁজে পাইনা
যার মুখে দালালের প্রতিচ্ছবি নেই
এমন নারীমুখও কি অধিক পাই?
যার রূপে বেশ্যার কোনো প্রতিকৃতি নেই?

যারা যারা ভালো ছিলেন আমাদের গ্রহে
ক্রমাগতই হারিয়ে যাচ্ছেন তাঁরা
মিশে যাচ্ছেন গাঢ় অন্ধকারে

চতুর্দিকেই দালাল
তাই আমি নিজেও এখন দালাল
নিজের চেহারা দেখে তাই নিজেরই
বিকট বমি আসে
পৃথিবী কি সত্যি ডুবে যাবে
দালালের এই দালালির চরম সর্বনাশে?

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

না। অন্য দালালি করতেছে আপনি কেন করবেন। নিজেকে শুধরে নেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৮

জসীম অসীম বলেছেন: দালালি তো করছি না ভাই, দালালি পুরষ্কৃত হচ্ছে দেখে মনের দুঃখ লিখলাম। শুভেচ্ছা অব্যাহত।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

কাওসার চৌধুরী বলেছেন:
মুখোশের ভীড়ে দুই একটি মুখ খোজে পেলেও যাচাই করার কষ্টি পাথর না থাকায় চিনতে পারি না; এটা জাতি হিসেবে আমাদে অবিশ্বাসী করে তুলছে ৷

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১

জসীম অসীম বলেছেন: যে ছবি বা মুখোশ উপস্থাপন করেছেন, অসাধারণ ও অর্থবহ। অশেষ ধন্যবাদ এমন মেধার প্রয়োগের জন্য। আপনার মতামত আমাদের ভালো কাজে আরও অনুপ্রাণিত করবে।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

তারেক ফাহিম বলেছেন: দু-একজনের জন্য সবাইকে দালাল ভাবা ঠিক না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৫

জসীম অসীম বলেছেন: আপনার কথাও ঠিক। হয়তো বা আমার জীবন-বেষ্টনীতে দালালের সংখ্যা অধিক। তাই আমার অধিকাংশ লোককেই দালাল মনে হয়েছে। কিন্তু কোনো কোনো দালালের নির্লজ্জ দালালি সত্যিই হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
দালাল আর চাটুকার একই জিনিশ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আবেগে রাখুন। স্বপ্ন দেখার বীজ উপহার দিন। মুক্তিযুদ্ধের রক্তে স্নাত পদ্মা মেঘনা যমুনার এই দেশে দালালি সত্যিই অসহনীয়।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বাস্তবতা তুলে ধরেছেন কবিতার কথামালায়,
ভালো লাগলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার নিত্য মতামত আশা করছি আমার ব্লগে। অভিনন্দন অব্যাহত রইলো।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৪

বলেছেন: সর্বএই দালালদের উৎপাত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.