নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: ‘মহুয়ার দাগ’

০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৫


অলংকরণ: জসীম অসীম
রচনা:
১৬ বৈশাখ ১৪১১
২৯ এপ্রিল ২০০৪
=====
কোনো মানুষের জন্যই আমার
খারাপ লাগে না আর
কারণ আমি এখন আর মানুষ নই
পাথর
কলকব্জা
মেশিন

আজ থেকে দশ বছর আগে
কমপক্ষে দশ মধ্যরাতে
ঢাকার এক প্রাসাদোপম
দশতলা অট্টালিকার ছাদ থেকে
লাফিয়ে পড়ে আত্মহত্যা
করতে চেয়েছিলাম
কেনো না
তখনও কিছুটা মানুষ ছিলাম আমি

তারপর এই বুকটাকে
কতোবার যে পেট্রোলওয়াশ করেছি
হায়!
এই বুকে তবু কিছু দাগ থেকেই যায়।

ঠিক গত বৈশাখেই ধর্মসাগরপথের
মহুয়া গাছটির প্রেমে পড়ি আমি
আর এ বৈশাখে মহুয়ার দাগ মুছে দিতে
আমি ঝাড়ুদার
যদিও পাথর আমি
অনুভূতিহীন
তবু বুকে কিছু কিছু দাগ থেকেই যায়
তবে
কোনো মানুষের জন্যই আর তেমন
খারাপ লাগে না আমার
এই এক মানুষ আমি
অনেকবার আত্মহত্যা করে
জীবদ্দশায় হয়ে গেছি লাশ

আজকাল প্রায়ই নেশা করি
করি ''লেট-নাইট''
দু' পেয়ালা দামী মদ
কখনো কখনো জীবন থেকেও
প্রিয় হয়ে যায়

বিপ্লবের স্বপ্ন দেখেও
দিব্যা ভারতীর আত্মহননে আমি
নিরবে খুবই কেঁদেছিলাম ঢাকায়
এখন মনে হয়
দিব্যা খুব ভালোই করেছিলো
এখন আমার প্রায়ই ইচ্ছে করে
রিভলভার দিয়ে নিজেই নিজেকে একবার হলেও
গুলি করে দেখি

মীনাক্ষী মহুয়া
মহুয়া মহাদেবী
আজ থেকে আর দেখতে আসবো না
তোমার কান্তিবতী রূপ
বসবো না আর তোমার সেই
অমরাবতী ছায়ায়
ক্রমাগত বেকার থেকে থেকেও
ডিপ্রেশনে ভুগি না কেনো আমি
কোনোদিনও তার
উত্তর জানবে না তুমি।
============
প্রথম প্রকাশ: ''পথ''
(সাহিত্য পত্রিকা)
১ম বর্ষ ১ম সংখ্যা
সম্পাদক: বাচ্চু বকাউল
জুন ২০০৪
কুমিল্লা।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু, সাধু!

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। হতাশার কবিতা এটি। কুমিল্লার এক জায়গায় প্রাচীন মহুয়া বৃক্ষের নিচে বাস করতেন এক দিদি। মূলত তখন তাঁকে নিয়েই লিখেছিলাম এই কবিতা। 2004 সালের পরে তাঁর সঙ্গে সম্পর্কও শেষ। এমনকি আর দেখাও হয়নি কোনোদিন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭

নজসু বলেছেন: মহুয়া গাছগুলো এতো নিষ্ঠুর হয় কেন কবি?
মানুষ বড় কঠিন আর মানুষের মন সে তো আর কঠিন।
বছরের পর বছর একসাথে থেকেও পৃথিবীর কঠিন প্রাণী মানুষকে চেনা সম্ভব না ।
আসলে কাউকে মন দেয়াটাই ভুল।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

জসীম অসীম বলেছেন: বাহ! আপনি এতো চমৎকার করেই বললেন যে, রীতিমত মুগ্ধ হলাম। ‘‘মহুয়া গাছগুলো এতো নিষ্ঠুর হয় কেন কবি?’’ ...যদি সময় সুযোগ হয়, আপনার এই লাইনটি নিয়েই আমি আরেকটি কবিতা লিখবো। আমার ব্যক্তিগত জীবন বড়বেশিই ঘটনাবহুল। কখনো হয়েছি ঘরছাড়া কখনো বা ঘরকুনো। নেপথ্যের কথা কতজনই বা আর জানে!ওই যে বললেন, পৃথিবীর কঠিন প্রাণী মানুষ, সত্যি, সর্বোচ্চই কঠিন। বলা চলে পাষাণ...পাষাণতর এই মানুষ।
অনন্ত শুভেচ্ছা রইলো।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

হাবিব বলেছেন:




আমি মানুষ হতে ছেয়েছিলাম,
রবীন্দ্রনাথের বলাই নামক-
ছোট গল্প পড়ে।

গাছের প্রতি মায়া হলে নাকি-
মানুষের মনে
প্রেম জাগে।

প্রেমের কবিতাও পড়েছিলাম
অনেক-
তুমি প্রেম শিখতে বলেছিলে
তাই।

কি লাভ হয়েছিল তাতে?
সেই তো আমায় ছেড়ে গেলে-
তোমাকে ফেরাব বলে
গিয়েছিলাম সেদিন, পরেছিলাম-
তোমার পায়।

তবুও আসনি তুমি-
আমাকে অবজ্ঞা করে
ফিরিয়ে দিলে আমায়।

তবুও আমি প্রেম শিখে
কবিতার পংতি আওরিয়ে
মানুষের পশাক পরতে চেয়েছিলাম।

কিন্তু-
তুমি আমাকে অপবাদ দিলে।
আমি মন্দ হতে পারি, নিজের চোখে
হইতো তোমার চোখেও,
নিরপরাধ সেদিন আমি করেছিলাম চিৎকার।

তোমাকে ভালবাসার অপরাধে
আজো আমি-
তোমার চোখে
অমানুষই রয়ে গেলাম।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

জসীম অসীম বলেছেন: আসলে আপনারা এতো ভালো মতামত লিখতে পারেন যে, মনে হয় ব্লগে এসে সার্থক হলাম। এমন কাব্যময় কথা শুনে সত্যিই আমি তৃপ্ত ও মুগ্ধ। অশেষ ধন্যবাদ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

এ.এস বাশার বলেছেন: কবিতায় ভালো লাগা.....

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

জসীম অসীম বলেছেন: অনন্ত শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। লেখালেখি অব্যাহত থাকুক।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

জসীম অসীম বলেছেন: আপনার কাছ থেকে এই একটি শব্দ পাওয়া মানে কিন্তু আমার জন্য কবিতায় নোবেল পুরষ্কার পাওয়ার মতোই। কারণ কবিতা আমার হয় না বলে কবি অথবা কবিতার যথার্থ সমঝদারগণ আমার লেখা অধিকাংশ সময়েই পাঠ থেকেও নাকি বিরত থাকেন। এই অভিযোগটি সরাসরি আমার কান পর্যন্তও চলে আসে।
অনন্ত শুভেচ্ছা। অব্যাহত মঙ্গল কামনা।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

সুদীপ কুমার বলেছেন: ভালো লাগা জানালাম।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

জসীম অসীম বলেছেন: আপনাদের ভালো লাগা পেয়ে কিংবা ভালোবাসায় স্নাত হয়ে নিজেকে আর মনে করছি না কোনো কুশপুত্তলিকা বরং মানুষই মনে করছি। শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর হয়েছে। আমরা মানব জাতি যে কবে বুঝতে পারবো!!!

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

জসীম অসীম বলেছেন: আমরা তো আসলে হালভাঙ্গা নাবিকই। জীবনানন্দ দাশও তাই বলেছেন, ‘‘হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা’’।
আপনার আবেগ উথলানো শব্দগুচ্ছ অথবা অাক্ষেপ বড়ই বাস্তব। গোটা মানবজাতি প্রকৃতপক্ষে সেদিনই উদ্ভাসিত হবে, যেদিন আমাদের ‘পৃথিবী’ নামক বীণাবিনিন্দিত এই গ্রহটিও আর থাকবে না।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি কিন্তু সেদিন আর আমাদের মানবজাতির কিছুই করার থাকবে না। আফসোস ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.