নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার যত্ন

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

ভালোবাসার সম্পর্ক গুলো চারা গাছের মতো। ছোট্ট চারা গাছের যেমন নিয়মিত গাছের পানি দিতে হয়, আগাছা পরিস্কার করতে হয়, পোকামাকড় লাগলো কিনা তাও খেয়াল রাখতে হয়। তেমনি ভালোবাসায় জড়িত দুইটি মানুষকেই তাদের খোঁজ নিতে হয়, বিশ্বাস রাখতে হয় সঙ্গীর উপর, সুখে দুঃখে পাশে থাকতে হয়। নিয়নিত চারা গাছ যত্ন নেওয়ার পর যখন সবল ও একটু বড় হয়ে উঠে তেমনি যত্ন নেওয়ার ক্ষেএে আলস্য চলে আসে। মনে হয় সে তো নিজেই বেড়ে উঠবে, পানি দেওয়া বা আগাছা পরিস্কারের কি দরকার। যার ফলে গাছটি নিস্তেজ ও রোগা হয়ে যায়। সম্পর্ক গুলো যখন দীর্ঘ দিন হয়ে যায় তখন মনে হয় সে তো আমার, কোথায় যাবে এই ভাবনা যখন মনে জায়গা করে নেই তখন ঝগড়া, অবিশ্বাস নিমিষে জায়গা দখল করে। অনুভূতিতে ভরা সম্পর্ক গুলো নিস্তেজ হয়।

ভালোবাসার সম্পর্ক গুলোতে দুজন কে তাদের ভিতরের মানসিক চাপ, বাস্তবতা গুলো বুঝে ছাড় দিতে হয়। শুধু অকারনে ভুল বোঝাবুঝি,সন্দেহের তীর ছুঁড়ে দেওয়া, শ্রদ্ধাবোধ কে সম্মান না জানানো শুদ্ধতম ভালোবাসা কে অভিমানের কালো মেঘ ঘিরে রাখে। বুকের ভিতর মানুষটির জন্য ভালোবাসার অথৈ সমুদ্র থাকা সত্বেও মানুষটি চুপ থাকে। ঠিক এভাবে কতজন নিশ্চুপ হয়ে যায় তার হিসাব থাকে না। শুধু ভালোবাসা থেকে যায়, অনুভূতি গুলো থাকে সতেজ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আখেনাটেন বলেছেন: ভালোবাসার চারাগাছকে সার-পানি দিয়ে অাদর যত্ন করে তিলে তিলে ডাগর-ডুগুর করে তুললেন, আর অাপনার সাধের সেই ভালোবাসার চারাগাছ পাশের বাড়ির রামছাগলটা এসে কপ করে খেয়ে গেল। তখনকার আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন সিদ্দিকী ভাই।

অাপনি কি আবার আরেকটা চারাগাছ লাগাবেন? :P

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

আশরাফ সিদ্দিকী বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য।
হাহাহা। কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ। তবে কেউ যদি চলে যেতে চায় তাকে অবশ্যই যেতে দিবো। রামছাগল বা পাঠা হোক তাতে কিছু যায় আসে না। জোর করে কাউ কে আটকে রাখা সম্ভব না। আর এটা স্বাভাবিক ভাবে নিবো। আর, হা আরেকটা চারা গাছ লাগাবো। কারন ভালোবাসা বিহীন বেঁচে থাকা কঠিন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: কানাডার জবমার্কেট কি অবস্থা? শুনছি আমেরিকানরা আইসা প্রফেশনাল জব মার্কেটে ধ্বস নামাই দিছে! জব সিকিউরিটিও নাকি নাই। আজকা আছে কালকা নাই এই অবস্থা নাকি?

ঘটনা কি সত্য? তারপর ইসলামোফোবিয়া এখন নাকি রেসিজমের পর্যায়ে। বেশ কিছু ইনসিডেন্টের খবর শুনছি। অনেকটা ইংল্যান্ডের মতো অবস্থা!! আপনি কৈ আছেন?

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: Click This Link
আপনার চিন্তা-ভাবনা এবং আমার চিন্তা-ভাবনা যেন দু'টো সুতোয় গাঁথা। আমার পোষ্টটি পড়ার অনুরধ রইলো।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

আশরাফ সিদ্দিকী বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য।
ধন্যবাদ, অনুরোধ করার জন্য। ইনশাল্লাহ, পোষ্টটি পড়বো।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ওমেরা বলেছেন: আখেনাটেন @ আপনার কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

সনেট কবি বলেছেন: আখেনাটেন @ আপনার কমেন্ট পড়ে খুব মজা পেলাম!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা অন্যরকম ব্যাপার। এর প্রতিদিন যত্ন নেওয়া দরকার। নইলে ফিকে হয়ে যায়।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নীল আকাশ বলেছেন: আখেনাটেন বলেছেন: ভালোবাসার চারাগাছকে সার-পানি দিয়ে অাদর যত্ন করে তিলে তিলে ডাগর-ডুগুর করে তুললেন, আর অাপনার সাধের সেই ভালোবাসার চারাগাছ পাশের বাড়ির রামছাগলটা এসে কপ করে খেয়ে গেল। তখনকার আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন সিদ্দিকী ভাই। অাপনি কি আবার আরেকটা চারাগাছ লাগাবেন?

ভাই, চারাগাছের দাম এখন অনেক কম আর যেখানে সেখানে পাওয়া যায়!

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

আশরাফ সিদ্দিকী বলেছেন: দারুন বলেছেন। আপনার কথার সাথে একমত।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

এ.এস বাশার বলেছেন: লেখা কতটা মনে জায়গা করলো জানি না মন্তব্যগুলো ঠিক জায়গা করে নিল.......
ভালোবাসার যত্ন নিবেন নেন কিন্তু খুব বেশি ডিএপি এবং ইউরিয়া সার ব্যবহার করবেন না....

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

আখেনাটেন বলেছেন:



ওমেরা, সনেট কবি, নীলআকা৩৯, এ.এস বাশার....চারাগাছ লাগিয়ে সিদ্দিকী সাহেব উধাও হয়ে গেছেন। চিরুনী অভিযান চালিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না। হা হা হা।

এদিকে রামছাগলের আনাগোনা। কি করা যায় এখন? :P

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

আশরাফ সিদ্দিকী বলেছেন: কোমা থেকে ফিরে এসেছি, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.