নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

ভুল ভাবনায় বসবাস

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

সবসময় অন্য মানুষ গুলো অনেক সুখে আছে, শুধুমাএ নিজে দুঃখের সমুদ্রে ডুঁবে আছি এই অদ্ভুত ভাবনাটা আমরা মনে লালন করি। সত্যি কি তাই?? কখনো না।
প্রতিটি মানুষের মনেই দুঃখের এক পাহাড় থাকে। সেই দুঃখের পাহাড় এতোটা উঁচু কখনো আকাশ ছুঁয়ে দেই। পার্থক্যটা প্রকাশের ক্ষেএে। কেউ সহজে নিজেকে অন্য দের কাছে বলে ফেলে সবটুকু, কেউ বা গোপন রাখে সবটুকু।
রোজ সকালে যে মানুষ কোট টাঁই পড়ে মার্সিডিজ গাড়িতে অফিসে যায়, সবসময় প্রাণবন্ত হাঁসি মুখে লেগে থাকে, তার ও ভয়ানক দুঃখ লুকিয়ে থাকে ভিতরে। গভীর কোন বেদনা তাঁকে ও রোজ ক্ষত বিক্ষত করে।

নারী কোমল ও আদ্র হৃদয়ের অধিকারী বলে যে প্রবাদ প্রচলিত আছে, সেই নারীর দুঃখবোধের খোঁজ কতজন রাখে।
রহস্যময় মনেও কতটা ব্যথা, অপমান ও অবজ্ঞার চিহ্ন থাকে তা বোধহয় কেউ হিসাব রাখেনি।
মায়াময় হাসি, পিচঢালার মতো মসৃণ মুখশ্রীর অনিন্দ্য সুন্দরী কোন নারী ও কড়া মেকাপে তার প্রিয় মানুষের আঘাতের ক্ষত ঢেকে রেখেই হাজির হয়।
তার সুখের থাকার গল্প ছড়িয়ে পড়ে সর্বএ, শুধু অসুখী থাকাটা অন্ধকারে চোখের নোনা জল সাক্ষী হয়ে থাকে।

জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। হাসপাতালের করিডরে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা মানুষটি জানে বেঁচে থাকার আকুলতা কতটা তীব্র।
মূল্যবান প্রতিটি মুহূর্ত কতটা বেখেয়ালে অন্যের ভাবনায় আছন্ন হয়ে নিজের সময়টা নষ্ট করি। স্বপ্ন বিকিয়ে দিয়ে রক্ত হয়। শুধু নিজে কে দুর্বল, অসুখী ভাবনটাই আমাদের বিচ্ছিন্ন করে, জীবন করে তোলে দুর্বিসহ।
এই ভাবনা গুলো থেকে দূরে থাকলেই আমরা হয়ে যায় সব থেকে সুখী মানুষ, জীবন হয়ে যায় রঙিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: যে করেই হোক বেঁচে থাকতে হবে। জীবনটা উপভোগ করতে হবে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯

আশরাফ সিদ্দিকী বলেছেন: হা, ঠিক বলেছেন, বেঁচে থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.