নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফ সিদ্দিকী

পৃথিবীতে বিরল কিছু মানুষ থাকে যাদের কাছে কোন কিছু না হওয়াই এক ধরনের যোগ্যতা, জীবনের কোন এক পর্যায়ে এসে আমি নিজেকে আবিস্কার করলাম আমি সেই বিরল মানুষের শীর্ষে অবস্থান কারী একজন। তlই আমাকে কোন যোগ্যতার আলোকে বিচার না করলেেই ভালো লাগবে। আমার এই না পাওয়া জীবনে ভালোবাসার কিছু মানুষের সান্বিধ্যে ভালোই আছি।

আশরাফ সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

সাকিব এবং বিসিবি মুখোমুখি

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাচারিতা ও অনাচার প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কারও তেমন কাজ নেই। সাকিব ঠিক এই বিষয় গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। সাকিব বাংলাদেশ ক্রিকেটের সবথেকে প্রতিভাবান ও সেরা ক্রিকেটার। তার বহু কর্মকান্ড যেমন সমালোচনার জন্ম দিয়েছি,তেমনি আলোচনার খোরাক যুগিয়েছি। তবে, চলমান ইস্যুতে সাকিবের মন্তব্য যথার্থ ও উপযুক্ত। সাকিব সবসময় ব্যতিক্রম। এমন সাহসিকতা দেখানোর সহজাত ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

আমি সাজিদ বলেছেন: প্লিজ আরেকটু বড় করে এটা নিয়ে পোস্ট দেন৷
মিডিয়াগুলো কেন পাপন সাহেবের বিনা ইলেকশনে এতো বছর সভাপতি হওয়া নিয়ে কিছু বলে না? দূর্জয় এমপি থাকবেন নাকি ক্রিকেটে সময় দিবেন? এগুলো নিয়ে কিছু বলে না কেন? সুজন কেন এত পদে থাকেন? আকরাম কি স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করবেন?

মিডিয়া সাকিবকে ত্যাজ্য করে দিয়েছে। মিডিয়ার টোনটা খারাপ দেখাচ্ছে।

২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা মাথা থেকে মুছে ফেলেছি। এখন ভাল আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.