নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

ব্যতিক্রম সময়ে, অসময়ে, ঠেকায় পড়ে কে কি করলো সেইটা কখনো মূল আলোচনার বিষয় হইতে পারে না

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০


এই ধরেণ আপনের হঠাত সেইরম বাথরুম পাইলো , এই সময় , কেউ কইলো , ভাই টয়লেটে ঢুকতে ১০০ টাকা লাগবে, আর আপনে জানেন আর ১০মিনিট দেরি হইলে আপনেরে পরীক্ষার হলে ঢুকতে দিবে না , তখন আপ্নে কি করবেন ? ১০০ টাকা টা দিবেন , খুশি হইয়া দিসেন , নাকি ঠেকায় পইরা দিসেন , এইটা জিগানোর কারো টাইম নাই ; আপনের নিজের ও সেই টাইম নাই ; সেই অবস্থায় বাপরে তুই কইলেও কেউ কিসু কইবো না একটা বাচ্চাও বুঝে যে , অই অবসথায় সব ই সম্ভব !!

তাই ওই মূহুর্তে কে কি বললো এইটা নিয়া কথা না বইলা, আসল ব্যপার টা নিয়া থাকাই ভাল ।

ব্যতিক্রম সময়ে, অসময়ে, ঠেকায় পড়ে কে কি করলো সেইটা কখনো মূল আলোচনার বিষয় হইতে পারে না

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ বলেছেন।
১/১১ পরবর্তী আমলনামা হিসাব করলে দেশে আর নেতা থাকেনা।
view this link

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা হা অনেক চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.