নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

৫ম শ্রেনীর পরীক্ষাটা থাকা বেশি জরুরি / কারণ এইখানেই ঝরে পড়ে বেশি / এখনো নাকি ২১ শতাংশ!!!!!!অবিশ্বাস্য!! এই যুগেও!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

১। ৫ম এর পরে একবারে এস এস সি হউক অথবা শুধু এইচ এস সি হউক / বেশি বেশি পরীক্ষা হবার চেয়ে এইটাই ভালো হতে পারে ;

২। গ্রেডিং দেবার সাথে সাথে , আমরা নাম্বার টাও দেই , সেইটাই ভালো হবে ; রেজাল্ট থেকে পার্থক্য বুঝা যাচ্ছে না ; ৮৫০ পাওয়া একজন আর ৯০০ পাওয়া একজন এর মধ্যে কিন্তু পার্থক্য অনেক , কারণ একটা নাম্বার এর পরে , যেমন ৮০ এর পরে ৮৫ পাওয়া কঠিন ৯০ আরো কঠীন , ৯২-৯৫----১০০ , তখন ই আসে ভালো আর অসাধারণ এর মধ্যে পার্থক্য

৩। শুনলাম ২১ শতাংশ এখনো ঝরে পড়ে , ৫ম শ্রেনীর পর । এই সব জায়গা ঠিক না করতে পারলে , সামনে আগাইতে আমাদের অনেক সময় লাগবে ; এই যুগে এই সব আর মেনে নেয়া যায় না

৪। মাননীয় শিক্ষামন্ত্রী , আশা করি ভেবে দেখবেন । একটা সিদ্ধান্তে আসা দরকার ।

৫। সরকারী খরচে আমাদের ভালো শিক্ষার্থীদের বিদেশে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠানো উচিত শর্ত স্বাপেক্ষে ; মালয়শিয়া কিন্তু এটা করে। যেমন শর্ত থাকতে পারে যে বিদেশে পড়ে অন্ততঃ ৫ বছর দেশে শিক্ষাদান করতে হবে অথবা সমপরিমাণ টাকা ৫ বছরের মধ্যে ফেরত দিতে হবে অথবা আরেকজন শিক্ষার্থীকে একই সুযোগ দিতে হবে তার মাধ্যমে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২২

রক্তিম দিগন্ত বলেছেন: প্রাথমিক সমাপণীর আমি কোন দরকার দেখি না। তাতে ভবিষ্যতে আমাদের বিদেশ থেকে শিক্ষিত ব্যক্তি আমদানী করা লাগবে। ৫ম এ ২১ হলে দ্বাদশের পর সেটা ৬০ আপ করবে। তাহলে বুঝেন অবস্থাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.