নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

"বেলাশেষে", "নকশাল","এবার শবর"---আমার দেখা ২০১৫ এর তিনটি সেরা বাংলা ছবি

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

১। কলকাতা এর বাংলা ছবির মান অনেক অনেক উপরে গেছে , এটা মানতেই হবে, বাণিজ্যিক অথবা আর্টফিল্ম যাই বলেন। এবং এটাকে ভালো ভাবে নিতেই হবে , কারণ তাদের কারণে আমরা অনেক গুলো মান সম্পন্ন বাংলা ছবি দেখতে পারছি । আর এটা তো আমাদের ভাষার ছবি , আমাদের বাংলাকেই সমৃদ্ধ করছে

২। "বেলাশেষে" তে একটা খেলা হচ্ছিলো পরিবারের সবার মধ্যে , তখন , সবাই দাদিকে বললো তুমি জীবনে কোথায় যেতে চাও? এটা সবাই বলছিলো ডিজনিল্যন্ড, কেউ থাইল্যন্ড ,কেউ আমেরিকা; কিন্তু তাদের দাদি বললো আমি আরেকবার আমার শ্বশুরবাড়ি ফরিদপুর আর আমার বাপের বাড়ি ময়মনসিংহ যেতে চাই।

৩। নকশাল তো বাংলার পরিচিত একটা শব্দ , একটা শব্দ এতোই শক্তিশালী যে অনেক অনেক কিছু ব্যখ্যা করে। সাংবাদিক, টেলিভিশন চ্যনেল্গুলো কারা চালায়, আসলে কি হয় সেইখানে, আজকের দুনিয়াতে তো সবই পণ্য হয়ে যাচ্ছে, যার পেছনে টেলিভিশন ্পথ প্রদর্শক হয়ে যাচ্ছে, কেউ মারা যাবে, কারো ফাসি হবে, জঙ্গি হামলা হচ্ছে, সবই তাদের কাছে এক একটা প্রোডাক্ট; একটা দৃশ্য বলি ছবিটা; মধ্যবিত্ত অনেক কষ্টে কিস্তিতে ফ্ল্যট নিলেন, কিন্তু এক মাসের কিস্তি দিতে দেরি হচ্ছে, অফিসিয়াল ড্রেস এ, টাই পড়া , ভদ্রলোক যে কিনা রিয়েল এস্টেট এ জব করে, এসে বললেন , "এই শুয়োরের বাচ্চা; কিস্তির টাকা দিস নাই কেনো এখনো ??!! খাও্য়া, দাওয়া তো ঠিক ই চলছে"।!!!!!!!!!!!!!!!!!!১১

৪। এবার শবর----------গোয়েন্দা কাহিণী/ বাংলার সাহিত্যের সম্ভার যে কতো সমৃদ্ধ সেইটা এই ছবি দেখলে আবার মনে করিয়ে দিবে/ শবর হলো পুলিশ গোয়েন্দার নাম এবং তার কাজ করার ভঙ্গি টা কিন্তু ভিন্ন / বাঙ্গালীর আরেক চরিত্র শবর / লোকটা মানবিক এবং বুদ্ধিমান/এখানে একটা ডায়ালগ খুব ভালো লেগেছে/ শবর এর এসিস্টেন্ট কে কিছু জিজ্ঞেস করলেই , সে বলে, স্যর , আমি কিন্তু বাংলা মিডিয়াম।!!!

সময় করে দেখবেন ছবি গুলো

বাংলা ছবিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন , তাদেরকে জানাই কৃতজ্ঞত

ও আরেকটা কথা বলি, বেলাশেষে এ আছেন সৌমিত্র , নকশাল এ আছেন মিঠুন , এবার শবর এ আছেন আমাদের ফেলুদার তপসে । কে বলেন তো?? এই তপসে হলেন , সেইজন , যখন সৌমিত্র আমাদের ফেলুদা , এবং আমার কাছে সেরা ফেলুদা , সবসময়

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাই য্যামনে আমাদের আমাদের করতেসেন কিছুক্ষনের জন্য ভাবসিলাম আপনি কলকাতার বাসিন্দা!
গত ২-১ বছরে শুধু গুণে গুণে ৩টা টালিউডের মুভি দেখসিলাম- চাঁদের পাহাড়, মিশর রহস্য আর চতুষ্কোণে, শুধু চতুষ্কোণেটা ভাল্লাগসিলো।এবার শবর দেখার ইচ্ছা থাকলো ||

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

জাওয়াদ স্পিকিং বলেছেন: বাঙ্গালিরা বিশ্বের বৃহত্তম জাতিগুলোর মধ্যে একটা হলেও,শিপ্ল সাহিত্য সিনেমার আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান লোকাল ট্রেনের মত নিম্নের সারিতে।তবে পশ্চিম বাংগলার সিনেমার রিভাইভাল মনে খানিকটা আশার জাগায়।নকশাল দেখেছি।অসাধারণ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আসিফামি বলেছেন: আমাদের ভাষা বাংলা , আর দুনিয়াতে যেই আমার ভাষার জন্য কাজ করবে , তার প্রতি আমার সমর্থন থাকবে , শিল্প, সাহিত্য, ছবির ক্ষেত্রে অন্ততঃ

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

আসিফামি বলেছেন: চতুষ্কোণ---------------- এটা একটা ক্লাসিক ছবি / অসাধারণ

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

আরণ্যক রাখাল বলেছেন: আর্ট ফিল্ম ভুলেও দেখি না| বানিজ্যিক দেখি তা ঢাক,কলকাতা, হায়দ্রাবাদ, কোরিয়ান যেটাই হোক না কেন| তবে নকশাল দেখবো

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

আসিফামি বলেছেন: শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় , আসলেই উনাদের ছবি গুল আলাদা/ আরো দুটো দেখবো আশা করি / আলীক সুখ , ইচ্ছে , মুক্তধারা / আর জাতীয় পর্যায়ে উনারা পুরস্কার প্রাপ্ত ও

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরো বিস্তারিত সুন্দর করে লেখা যেত!

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

আসিফামি বলেছেন: ধন্যবাদ / চেষ্টা করবো / আরো ভালো করে বিস্তারিত লেখা যেতো / সহমত

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০১

রিমন ঢাকা বলেছেন: লিংক দিলে আরো ভালো হোতো।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

অগ্নিপাখি বলেছেন: "এবার শবর" এবং "নকশাল" দেখেছি। আসলেই খুব উপভোগ্য। কলকাতার কিছু চলচ্চিত্র মানের দিক থেকে আসলেই অসাধারণ। এদের বেশ কয়েকটা চলচ্চিত্র অনেক ভালো লেগেছে আমার কাছে- ২২ শে শ্রাবণ, বেডরুম, অটোগ্রাফ, চতুষ্কোণ, ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ, জানি দেখা হবে, রঞ্জনা আমি আর আসবো না, অপুর পাঁচালি, রূপকথা নয়। এই চলচ্চিত্র গুলোর দৃশ্যায়ন, গান, পরিচালনা, কাহিনী সব কিছুই অনেক ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.