নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক যদি বন্ধ থাকে , সেই কারণে ব্লগ, ই-মেইল ও তো বন্ধ থাকার কথা , কিন্তু বন্ধ কেনো না???!!!!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

আপাতত যা মনে হচ্ছে , তা হলো , ফেসবুক এর কাছে তথ্য চাওয়া হয়েছিলো তা দেয়া হয় নি তাই ফেসবুক কে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে বলে আমার ধারণা
কারণ যোগাযোগ তো ই-মেইল এ ও ছদ্মনাম দিয়ে করা যায়।
আর বিকল্প পথে ফেসবুক এর ব্যবহার ও তো তারা করতে পারে

তাই যুক্তিগুলো খুবই হাস্যকর এবং বিভ্রান্তিমূলক।

ফেসবুক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি আদায়ে এটা একটা নিচুমানের কূটনীতি ; ফেসবুক ব্যবহার করে আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি, অনেক খারাপের বিরুদ্ধে কথা বলি , জনমত এতেও তো তৈরি হয়।

টেকনিকাল লোকদের সাথে বসে আরো ভালো সিদ্ধান্ত নেয়া যেত নয় কি?? মোটর সাইকেলে চড়ে কেউ কেউ ছিনতাই করে বলে আপনি কি ঢাকা শহরে হুন্ডা মোটর সাইকেলে/বন্ধ করে দিবেন??!!!

মাথা ব্যথার জন্য মাথা কেটে নেবার মতো হয়ে গেলো না ব্যপারটা???!!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

সজিব রানা বলেছেন: আপনি টিক বলেছেন | সরকার ফেসবুক বন্ধ করে কোটি মানুষের তৃপতি নষ্ট করছে |

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

কল্লোল পথিক বলেছেন: সহমত

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

ঢাকাবাসী বলেছেন: অজ্ঞ অশিক্ষিত অদক্ষ লোকের আজগুবি কারবার! মাথা ব্যাথা সাড়াতে পারেনা তো মাথাটাই কেটে ফেল!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

বীর সেনানী বলেছেন: এরই নাম বাংলাদেশ !! যা কখনো ঘটবে না তাই ঘটাবে, যা ঘটবে তা কখনোই ঘাটাবে না ? মনেপড়ে গেল সেই আদিকালের কথা "ফোড়া হইছে কই আর ফাইড়া রাখছে কই ??

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আপনি কি ব্লগও বন্ধ করতে চান নাকি!
ফেসবুক ও অন্যান্য যোগাযোগ বন্ধ করাটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.