নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

রংপুর রাইডার্স খুব ভালো করছে। প্রশ্ন আসলো মনে , উত্তরবঙ্গে আমাদের বড় ক্রিকেট ভেনু, ফুটবল ভেনু নাই কেনো???!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

রংপুর রাইডার্স খুব ভালো করছে। প্রশ্ন আসলো মনে , উত্তরবঙ্গে আমাদের বড় ক্রিকেট ভেনু, ফুটবল ভেনু নাই কেনো???!!!!!!

এই বিভাগে নিয়মিত আন্তর্জাতিক খেলা হওয়া অনেক অনেক জরুরি

ভালো মানের হোটেল দরকার

খেলা গুলো তো সারা দেশে ছড়িয়ে না দিতে পারলে আমাদের নিজেদের ই ক্ষতি

বিপিএল এর ফ্রাঞ্ছাইজগুলো আশা করি এই ব্যপারে কথা বলবেন , যাতে যার যার ভেনু তে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানো হয় পাব্লিক - প্রাইভেট পার্টনারশিপ এ, এতে শুধু ক্রিকেট নয় , অন্যান্য খেলার ও প্রসার ঘটবে।

যেমন, যদি একটা কমন জিম্নেশিয়াম হয়, ইনডর স্টেডিয়াম হতে পারে , সমন্বিত পরিকল্পনা হতে পারে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০২

সরকার মারুফ বলেছেন: রংপুর রাইডার্স ভালো খেলছে মানেই যে রংপুরে ভালো ক্রিকেট-প্রতিভা আছে- তা কিন্তু নয়।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

মানবী বলেছেন: রংপুর রাইডার্স নামটা পড়ে কেমন তিক্ত স্বাদ পেলাম! আমাদের দেশের লীগ পর্যায়ে খেলার দলগুলোর জন্যও আমাদের ভারতের অণুকরন করতে হলো! এখানেই কোন স্বকীয়তা নেই কর্তৃপক্ষের!!!

অদ্ভুত এক অবস্থা সব কিছুতেই!

২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২

আসিফামি বলেছেন: রংপুর রাজা

রাজাদের রংপুর

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

রাতুল_শাহ বলেছেন: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তো পড়ে আছে। এখানে তো খেলা যায়। যেসব স্টেডিয়াম আছে, সেগুলোতেই তো ঠিক মত খেলা হয় না।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

নয়ন01 বলেছেন: আমাদের দেশে ফুটবল জনপ্রিয় হলেও অবকাঠামো দিক থকে পিছিয়ে। কারন ফুটবল তার আগের গৌরব ধরে রাখতে পারে নাই। কিন্তু ক্রিকেট ঠিকই অল্প সময়ে দেশে বিদেশে সুনাম অর্জন করায় অবকাঠামো গত দিক থকে উন্নত।
বাস্তবতা হলো আপনি যেমন ব্রাজিলে গিয়ে বলতে পারেন না যে ফুটবল ভেনু আছে কিন্তু ক্রিকেট ভেনু কই। আমাদের দেশে ঠিক একই অবস্থা। ফুটবল হয়েছে পারার খেলা। আর ক্রিকেট হয়ছে জাতিও খেলা।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

আসিফামি বলেছেন: ভালো খেলুক বা খারাপ খেলুক, জনসংখ্যা মাফিক আমাদের স্টেডিয়াম পর্যাপ্ত না
খেলধুলার সুযোগ ও কম , তাই অল্প বয়েসীরাও এখন অন্য দিকে ঝুকছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.