নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা কার্যক্রম ঠিক রেখে স্ট্রেটেজি করা উচিত//শিক্ষার্থীদের ক্ষতি করে শিক্ষকরা দাবি আদায় করার চেষ্টা করছে, ব্যপারটা ভয়ংকর

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

#‪#‎বিশ্ববিদ্যালয়ের‬ শিক্ষকদের ভালো সুযোগ সুবিধা দিতে হবে এবং অবশ্যই তাদের বেতন-ভাতা ২০১৫ সালের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে । নতুবা উনারা কিভাবে তাদের কাজে সততার সাথে, চিন্তামুক্ত হয়ে কাজ করবেন??!!সাথে সাথে বাংলাদেশের সব স্তরের শিক্ষকদের ব্যপারেও উনাদের কথা বলা উচিত , কারণ কেউ পয়দা হয়েই বিশ্ববিদ্যালয়ে আসে না , ১২ বছরের স্কুল-কলেজ জীবনে অনেক শিক্ষকের পরিশ্রম আর সহযোগিতায় যোগ্য হয়ে , ভালো ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় পায়, আমাদের দেশে ; তাই স্কুল-কলেজের শিক্ষকদের জীবনমান এবং সেলারী বাড়ানোর ব্যপারেও বিশ্ববিদ্যালয়ের সজাগ aar সোচ্চার থাকা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে।
================================


????!!!!###‪#‎বিশ্ববিদ্যালয়‬ , পাবলিক গুলো , যারা পাবলিক এর পয়সায়, সাধারণ মানুষের ট্যক্স-ভ্যট এর পয়সায় চলে , যেই কাজের কারণে , সরকারের সাথে একটা বিষয়ে দাবি আদায়ের জন্য তারা কি তাদের কাজ বাদ দিয়ে এটা করতে পারেন? দাবি আদায় যদি হয়ে যায়, তবে এই সময়, এই ক্ষতিপূরণ , ্যেটা শিক্ষার্থিদের হচ্ছে, এটা কি পূরণ হবে? শিক্ষার্থীদের শাস্তি দিচ্ছেন কেনো?? যারা আন্দোলন করছেন তারা কি প্রতিবাদে পদত্যগ করেছেন কেউ ???? তারা কি বেতন নেয়া বন্ধ করেছেন কেউ?? বেতন নিচ্ছেন , চাকরি ও ছাড়ছেন না; সব বর্তমান সুযোগ সুবিধা নিচ্ছেন , এই সরকার থেকেই, কিন্তু সরকারের সাথে একটা ইস্যুতে (অবশ্যই যৌক্তিক ইস্যু ), শিক্ষার্থীদের জীবন কেনো নষ্ট করছেন??? তাদের একদিন বেশি ক্যম্পাসে থাকলে যেই ব্যয় টা হয় , যেই সময়টা নষ্ট হয়, সেইটা কি আপনারা দিতে পারবেন??একদিন দেরি করার কারণে , সার্টীফিকেট না পাবার কারণে আজকে যেই চাকরি করার সুযোগ সে হারালো সেইটার দায় কে নিবে????শিক্ষার্থীদের কে শাস্তি দিচ্ছেন কেনো???সেইটা কিভাবে ন্যয়সংগত ??জবাবদিহি কে করবে এটার??!!!

একজন শিক্ষার্থীদের জন্য মাসে ৩-৫হাজার টাকা পাঠানো ৯০% এর বেশী পরিবারের জন্য , জানেন কতো কঠিন একটা ব্যপার??!!!!আপনাদের জন্য এই খরচটা বেড়ে যাচ্ছে প্রতিদিন।


ক্লাস নিয়ে, সব ঠিক রেখে ও তো দাবি আদায় করা যায়।অন্ততঃ শিক্ষার্থীদের ক্ষতি করে শিক্ষকরা দাবি আদায় করার চেষ্টা করছে, ব্যপারটা ভয়ংক


???####শিক্ষকরা আন্দোলন করে হয়তো পেয়ে যাবেন তাদের পাওনা, আর যতদিন না পাচ্ছেন , আগের সুযোগ-সুবিধাগুলো তো চলতে থাকবেই, আর সরকার ও চলবে উনাদের মতো ; কিন্তু মাঝখান দিয়ে ছাত্র-ছাত্রীরা যেই সময় হারাবেন, সেশন জটে পড়বেন , অতিরিক্ত যেই টাকাটা খরচ করতে বাধ্য হবেন , সেইটা কে দিবে?? সমঝোতা হবার পর , তারা কি ক্ষতিপূরণ পাবেন??? চাইলেও কি সেইটা পুরাপুরি দেয়া সম্ভব???!!!একদিনের জন্য যেই ছেলে বা মেয়ে বিসিএস পরীক্ষা দিতে পারে নাই , তাকে গিয়ে উত্তর দিন। এক সপ্তাহের জন্য , যে এম এস এর একটা সেশন মিস করলো তাকে উত্তর দিন। একদিনের জন্য যে , চা্করিতে আবেদন করতে পারে নাই, তাকে উত্তর দিন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

আসিফামি বলেছেন: We want to see teachers getting good salary and facilities. but it not mean by killing the future of our students life, their time, by putting our students' family into problems. All need to keep in mind that STUDENTS are the lifeline of Any UNIVERSITY. Without them No one is Anyone in any UNIVERSITY.

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

আসিফামি বলেছেন: Before starting of our career a big number of us , become VICTIM to such acts. শিক্ষকরা আন্দোলন করে হয়তো পেয়ে যাবেন তাদের পাওনা, আর যতদিন না পাচ্ছেন , আগের সুযোগ-সুবিধাগুলো তো চলতে থাকবেই, আর সরকার ও চলবে উনাদের মতো ; কিন্তু মাঝখান দিয়ে ছাত্র-ছাত্রীরা যেই সময় হারাবেন, সেশন জটে পড়বেন , অতিরিক্ত যেই টাকাটা খরচ করতে বাধ্য হবেন , সেইটা কে দিবে?? সমঝোতা হবার পর , তারা কি ক্ষতিপূরণ পাবেন??? চাইলেও কি সেইটা পুরাপুরি দেয়া সম্ভব???!!!একদিনের জন্য যেই ছেলে বা মেয়ে বিসিএস পরীক্ষা দিতে পারে নাই , তাকে গিয়ে উত্তর দিন। এক সপ্তাহের জন্য , যে এম এস এর একটা সেশন মিস করলো তাকে উত্তর দিন। একদিনের জন্য যে , চা্করিতে আবেদন করতে পারে নাই, তাকে উত্তর দিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.