নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

যেই মূল্য দিয়ে স্বাধীনতা আমরা পেয়েছি , সেইটার সেই রকম যত্ন করা , আগলে রাখা , পরিষ্কার রাখা আমাদের কাজ

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

৭০ এর দশকে , যখন পৃথিবী আসলে অনেক বেশি পরিবর্তিত , টিভি আছে, প্রযুক্তি যথেষ্ট এগিয়ে , সেই রকম একটা সময়ে আমরা আসলে অনেক অনেক দাম দিয়ে , অনেক কষ্ট আর দুখের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার চেষ্টা করেছি এবং অসম্ভব বাধার সম্মুখীন হয়েছি ; এমনকি যখন অযথা বেসামরিক মানুষ রাস্তা ঘাটে মেরে ফেলা হচ্ছে , তখন ও অনেকেই, অনেক দেশ ই চুপ ছিলো , এটা ছিলো স্রেফ সুচিন্তিত হত্যাকান্ড , মশা মারার মতো , মনে হয় কেউ বলে দিয়েছে , মারতে থাক মশা , যারে পাবি তারে মারবি , দেখার দরকার নাই কে কি, বাঙ্গালি দেখলেই মারবি , উপভোগ করে মারো , এটা তোমার দেশ কিন্তু মানুষ গুলো তোমার না, তাদের কথা না ভাবলেও চলবে

================================================================================
২৫শে মার্চের ঘটনার পর আসলে কি আর কোনো পথ থাকে , স্বাধীনতা ঘোষণা ছাড়া , আর কি কনো পথ খোলা ছিলো আলোচনার ??!!! অবশ্যই ছিলো না । আমাদের তো ছিলো নাই ই, পাকিস্তান বাহিনী তার ও অনেক আগেই আলোচনাটাকে স্রেফ প্রহসন বানিয়ে ছিলো , শুধু সময় ক্ষেপণ করার জন্য ।তারা মনে করেছিলো স্রেফ ভয় দেখিয়ে, সামরিক শক্তি দিয়ে তারা একটা দেশ দখল করে ফেলবে!!!
আল্লাহর অশেষ রহমতে , আমরা স্বাধীন দেশ , পেয়েছি আমাদের স্বাধীনতা ।

================================================================================
যেই মূল্য দিয়ে এটাকে আমরা পেয়েছি , সেইটার সেই রকম যত্ন করা , আগলে রাখা , পরিষ্কার রাখা আমাদের কাজ
আমাদের তখনকার মানুষেরা আমাদেরকে যেটা এতো মূল্য দিয়ে দিয়ে গেছেন , সেইটার সঠিক সদব্যবহার এবং যত্ন করাতেই , তাদের প্রতি আমাদের সঠিক সম্মান প্রদর্শন

================================================================================
আর স্বাধীনতা দিবসে , আমরা অন্ততঃ আরেকটু জানার চেষ্টা করি কি হয়েছিলো তা জানতে , বুঝতে, নিজেকে জানাটা আমাদের নিজের জন্যই দরকার । এখন অনেক অনেক ভালো বই আছে, অনেক রেফারেন্স আছে। সময় নিয়ে পড়ি আমরা , ভালো লাগবে।

আরেকটা ব্যপার আমাদের কে সব পক্ষের বই পড়তে হবে, সব ব্যপার ভালোভাবে বুঝার জন্য এবং তখন আমরা নিজেরাই বুঝতে পারবো কোনটা ঠিক আর কোনটা সন্দেহজনক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

আসিফামি বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের কল্যাণে আজকে সারা পৃথিবী আমাদের জাতীয় সঙ্গগীত শুনবে ;এটাই তো আমাদের স্বাধীনতা দিবসে অসাধারণ একটা মুহুর্ত// অপেক্ষায় আছি সেই সময়ের জন্য
===================================================
২৬ শে মার্চ
কোলকাতা তে খেলা , ইডেন গার্ডেন এ
বাংলাদেশ আজকে খেলবে স্বাধীনতা দিবসের দিনে
ইনশাল্লাহ ভালো খেলবে আজকেও; জিততে পারে যে কেউ
=================================================
সাউথ আফ্রিকা এর মতো দল কে দেখুন , খারাপ অবস্থা বিশ্বকাপে; ২০০ করেও হারলো; আফগানিস্তানের সাথেও খুব বিশাল ভাবে জিতেছে তা কিন্তু না

২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

বিজন রয় বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.