নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

দুনিয়াতে দামি জিনিস মানে এই নয় যে তার মূল্য টাকাতেই দামি হতে হবে

১৮ ই মে, ২০১৬ সকাল ৭:৪৬

দুনিয়াতে যেইটা সবচেয়ে বেশি জরুরি না হইলেই না, তার দাম কম।যেমনঃ খাবার কোনোটাই হবে না , লবণ ছাড়া , কেজি কত? দাম কত ? কিন্তু পোলাও কি প্রতিদিন খাওয়া যায়?? পোলাও কি আমাদের প্রয়োজনের খাবার নাকি শখের খাবার?

বাড়ি বানাতে লাগে লোহা । এক কেজি লোহার দাম কত ? একটা দেশের অবকাঠামো বানাতে কোনটা বেশি লাগে ? লোহা নাকি স্বর্ণ??
যদি আমাদের দামের বিচারে দুনিয়া চলতো , তাহলে দুনিয়ার অবস্থা আরো অনেক অনেক খারাপ হইত।

আমাদের আসলে দাম বিচার করার ক্ষমতাই কম ।আমরা সহজে যেইটা পাইয়া যাই, সেইটাকে ফালতু, স্বস্তা মনে করি ; আর যেইটা ছাড়াও আমাদের চলবে , কেউ মরবে না, সেইটাই আমাদের কাছে সবচেয়ে দামি মনে হয়।


সেইজন্যই দুনিয়া হয়তো আমাদের কাছে এতো প্রিয় , এতো দামি , এতো বেশি মূল্যবান যে আমাদের জীবনের মূল্যবান সময় গুলোও আমরা পুরাপুরি অর্থহীন অনেক কিছুর পেছনেই ব্যয় করি; বাড়ি বানাই যেইটাতে হয়তো নিজেরাই থেকে যেতে পারি না, গাড়ির পেছনে ছুটি কিন্তু হয়তো ঘুরার বয়স ই পার হয়ে যায়

( আজকের বয়ানের সারমর্ম / নিজের জীবনকে নিয়ে ভাবা দরকার/ প্রতিদিন, প্রতিমাসে, প্রতিবছরে কি পাচ্ছি , কি করছি )

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ সকাল ৮:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: একমত আপনার সাথে। ধন্যবাদ আপনার এই সতত বাক্যের জন্য।

২| ১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৪

শামছুল ইসলাম বলেছেন: আজকের বয়ান ভালই লাগল।

আগামী বয়ানের অপেক্ষায়।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.