নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

রোজার মাসে ভালোই দুনিয়া কামাইতাসেন!!! ভালো তো ?? ভালো না??!!

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২

১। ভয়ংকর ব্যপার!!! ব্যবসাকে হালাল করা হয়েছে আর সেই ব্যবসার নামে রমজান মাসেই মুসলিম ব্যবসায়ীরা অনেকেই সেইরম অন্যায় করে যাচ্ছেন । যেই রমজানে , রোযাদারদের সহায়তা করার কথা , সেইটা না করে তারা করছেন জুলুম, অতি মুনাফা , সব খাবারের দোকান যেই গুলাতে ইফতার করা হয়, সব ধরণের ডিসকাউন্ট বন্ধ ; আপনে যেই কার্ড হোল্ডার ই হন না কেনো অথবা যেই কোম্পানির ই হন না কেন?? সব ডিসকাউন্ট বন্ধ ।কিসের "ধন্যবাদ প্রোগ্রাম " ,কিসের "Buy One , Get One Free";

একটার দামে বলে তিনজন খাবে, একটার দাম রাখতেসেন ৩০০০++!!!টাকা , তো অইডা দিয়া তো তিনজন ই খাইতে পারে অথবা চারজন খাবে,তাই না??
কারণ একটার দাম অবিশ্বাস্যভাবে ৩০০০টাকা কইতে লজ্জাও করে না আপনেদের???!!!!!


আবার বুফে ডিনার এর নামে আইটেম থাকে ৪-৫ টা , নামে আনলিমিটেড।।!!আবার লিস্টে যেই খাবার গুলো লিখা থাকে, দেবার সময় কয়েকটা বাদ যায়, কেনো?? "" কারণ , আজকে আমাদের ওর্ডার একটু বেশি; কিছু মনে করবেন না , স্যর""
---"কি আর মনে করুম!! একটু পরে আজান দিবো , এখন আমি ইফতারের অপেক্ষা করবো , নাকি আরেকটা রেস্তরা খুজবো"
কি আর করা , আসেন সবর করি।!!
কারণ এটা রমজান ম্যাস ; যা তাদের জন্য শুধুই ব্যবসা আর অতি মুনাফার মাস !!!!!!
বাংলাদেশে রহমত আসবে কিভাবে ?? যেই দেশের মুসলিম অধিকাংশ মানুষের মানসিকতা এই রকম??!!! কেউ দেখার নাই, না ব্যবসায়ি দের না সরকারের।
২।
(( ব্যপারটা অনেকটা এই রকম ))
--- ভাই , মসজিদের ফ্যন গুলো বন্ধ রাখসেন কেন?
--- ভাই , আজকে মুসল্লিরা অনেকক্ষণ নামাজ পড়বে , তাই মসজিদে বেশি সময় থাকবে , তাই বিল বেশি আসবে , তাই ফ্যন গুলো বন্ধ করে রেখেছি
---ভাই , খেজুরের দাম তো রোজার আগে ১০০ ছিলো এখন ১৩০ কেনো??
-- জ্বি ভাই, রমজানে , মানুষ রোজা রাখবে, সবাই খেজুর খাবে , তাই এর ডিমান্ড বেশি, তাই আমরা এর দাম বাড়িয়ে দিয়ে, দুনিয়ার নেকি হাসিল করতেসি
--- ও , আচ্ছা !!!!
---- ও ভাইয়া, এই শার্ট টার দাম না ২০০০ টাকা ছিলো , এখন ৪০০০টাকা
--- এখন রমজান তো ভাই, দাম একটু বেশি !!!
--- ও আচ্ছা!!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৬

শ।মসীর বলেছেন: রোযার মাসে আমাদের শয়তানি আরো বেড়ে যায়.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.