নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবি বসে , ভালোবেসে , কেদো না , হে বেদনাএকে করো শক্তি , এ সময় আর পাবে না।সময় থাকতে , বলো কথা , আশা আর আনন্দের,বেচে আছি বলেই তো , এতো কথা আমাদের।

আসিফামি

আমি একজন তথ্য প্রযুক্তিবিদ , পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে , ভালো লাগে মানুষের কথা শুনতে আর মানুষের সাথে কথা বলতে । যত ভাবে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যপারে , প্রতিটা ক্ষুদ্র প্রয়াসের সাথে থাকতে ভালো লাগে

আসিফামি › বিস্তারিত পোস্টঃ

কেনো দেশ ছাড়ছেঃঃ ভেজাল খাদ্য হচ্ছে অন্যতম প্রধাণ কারণ

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

1#=> ভেজাল খাবার খেতে হচ্ছে , এতে সবচেয়ে বড় ক্ষতি কি হবে জা্নেন জাতির জন্য ?? সবাই তাড়াতাড়ি রোগাক্রান্ত হবে , কর্মক্ষমতা কমবে , সেইটা পোষাইতে , বিদেশ থেকে লোক আনবে পরে তারা তাদের অধীনে তাদের দেশের লোক আনবে , আস্তে আস্তে সেইটা মহামারী আকার ধারণ করবে । ৫০-৬০ এই লোক নাই হয়ে যাবে , আমরা অভিজ্ঞ লোক বলে আমাদের কেউ থাকবে না ; ৮০-৯০ কিন্তু অনেক স্বাভাবিক বয়স আমাদের ৩০-৪০ ভাগ গুরুত্বপূর্ণ মানুষ কি অই বয়স টাতে পৌছাতে পারবে না?? ৭০ এ পৌছানো নিয়েই তো শঙ্কিত সবাই


2#=> খাবারের ভেজাল ব্যপারটা হচ্ছে আস্তে আস্তে কাউকে খুন করার মতো
আর সেইটা হচছে অনায়াসে আমাদের দেশে , আসল ক্ষতি হচ্ছে জাতির, বাংলাদশের


3#=> অনেকেই মনে করতেসে সবাই দেশ ছাড়ছে , চাকরি বা ব্যবসা বা নিরাপত্তা ইত্যাদি কারণে আসলে প্রধান কারণ হচ্ছে ভেজাল মুক্ত খাবার , টাকা পয়সা দিয়ে কে বিষ খেতে চায়??!! দিন শেষে আপনার ছেলেমেয়ে যদি এই সব খেতে থাকে , তাহলে আপনার কি মন খারাপ হবে না, মনে হবে না যে আপনি আপনার বাচ্চার ক্ষতি কছেন ?
দেশের কিছু লোভী ব্যবসায়ি, দোকাদার , চাষী আপনার ক্ষতি করছে, আপনার বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন বিষ খাওয়াচছে??!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.